Homeজাতীয়উত্তরপ্রদেশযোগীর জন্য টুইট পিছু দু'টাকা, ভাইরাল অডিওকে ঘিরে তোলপাড় রাজ্য! বরখাস্ত আই.টি...

যোগীর জন্য টুইট পিছু দু’টাকা, ভাইরাল অডিওকে ঘিরে তোলপাড় রাজ্য! বরখাস্ত আই.টি সেলের কর্তা

নিজস্ব সংবাদদাতা: বিজেপি এবং তাদের নেতাদের হয়ে বেসরকারি, ভাড়াটে আইটি সেলের কথা নতুন কিছু নয়। তিলকে তাল আর তালকে তিল করে দেখানোর জন্য আর বিজেপির নেতাদের জন্য তালি বাজানোর পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা এবং অর্ধসত্য প্রচারের জন্য কুখ্যাত এই আইটি সেলগুলি। নির্বাচনের মুখে যা সক্রিয় হয়ে ওঠে আরও বেশি বেশি করে। সম্প্রতি এমনই একটি আইটি সেলের কর্তার একটি অডিও ফাঁস হওয়ায় বেজায় বিপাকে পড়েছে বিজেপি। ওই অডিওতে বলা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর হয়ে টুইট করলেই মিলবে টুইট পিছু দু’টাকা। অর্থাৎ যে যত টুইট করবে সে তত টাকা পাবে। বিতর্কিত এই অডিয়ো ভাইরাল হতেই বিতর্কে জড়িয়েছে যোগীর মিডিয়া টিম। বিতর্ক জোরালো হতেই যোগীর প্রচার সামলানোর দায়িত্বে থাকা সংস্থাটি তাদের আইটি সেলের শীর্ষ পদে থাকা ব্যক্তিকে বরখাস্ত করেছে।

ভাইরাল হওয়া অডিয়োয় দুই ব্যক্তিকে নিজেদের মধ্যে আলোচনা করতে শোনা গিয়েছে। এরা যোগীর সমর্থনে টুইট করা এবং তার জন্য টাকাপয়সা দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করছিলেন। বলা হয়েছে, যোগীর হয়ে টুইট করলে মিলবে দু’টাকা করে। অভিযোগ উঠেছে, যোগীর প্রচারের দায়িত্বে থাকা টিমের সদস্যরা এ সব কথা বলছিলেন। প্রাক্তন আইএএস সূর্যপ্রতাপ সিংহ ওই অডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। অডিয়ো নিয়ে প্রচার সংস্থার প্রতিক্রিয়া মেলেনি। তবে তারা তাদের আইটি সেলের প্রধান মনমোহন সিংহকে বরখাস্ত করেছে। আর শাস্তি মেলার পর মনমোহন তাৎপর্যপূর্ণ ভাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘হাজার জবাবের চেয়ে ভাল আমার নীরবতা। তা হয়তো অনেক প্রশ্নকে ঢেকে দেবে।’’

স্বাভাবিক ভাবেই বিতর্ক থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বিজেপি ও যোগী। বিজেপি মুখপাত্র মণীশ শুক্লের দাবি, বিষয়টি একটি বেসরকারি সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার। এতে বিজেপি ও যোগীর কোনও যোগ নেই। তাঁর যুক্তি, কোন্‌ সংস্থা কোন কর্মীকে বরখাস্ত করবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। জানা গেছে যোগীর হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাত একটি বেসরকারি সংস্থা। মনমোহন সেই সংস্থার কর্মী। কিন্তু কিছু দিন আগে মনমোহনের সংস্থাকে সরিয়ে প্রচারের দায়িত্ব দেওয়া হয় অন্য একটি সংস্থাকে। নতুন সংস্থাটি গোটা বিষয়টি সামলানোর চেষ্টা করছে। সেই সময়েই সামনে এসে গেল বিতর্কিত অডিয়ো। যার জেরে বরখাস্ত হলেন পুরনো সংস্থার আইটি সেলের প্রধান।

আর কয়েকমাস বাদেই উত্তর প্রদেশের নির্বাচন। ২০২২য়ের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে উত্তরপ্রদেশের বিধানসভার ৪০৩ আসনের নির্বাচন হওয়ার কথা। গত ৫বছরে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা হু হু করে হ্রাস পেয়েছে। খুন, ধর্ষনে যোগী রাজত্ব কার্যত দেশের মধ্যে সর্বাধিক খারাপ অবস্থায়। করোনা মোকাবিলায় রাজ্যের ব্যর্থতা ভর্ৎসিত হয়েছে আদালতে। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে শাসক বিরোধী মত প্রতিফলিত হয়েছে আর গোদের ওপর বিষ ফোঁড়ার মত পশ্চিম উত্তরপ্রদেশে দিল্লি সীমান্তে মাসের পর মাস ধরে বসে রয়েছেন কৃষকরা। কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত ওই কৃষকরা উত্তর প্রদেশের নির্বাচনের আগে আন্দোলন প্রত্যাহার করবেননা তাঁরা। শুধু তাই নয় আগামী নির্বাচনে তাঁরা যোগীর বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রচারে নামবেন এমনটাই জানা গেছে।

এই পরিস্থিতিতে যোগীর হয়ে আইটি সেল নেমেছে ঢাক পেটাতে। আর সেই কাজে তাঁরা যে টাকা ছড়িয়ে টুইটার, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় যোগীর হয়ে সমর্থন কিনছেন তাই পরিষ্কার হয়ে গেছে ওই ফাঁস হওয়া অডিওতে। আর এতেই বিপাকে বিজেপি। কেলেঙ্কারি ঢাকতেই এখন ওই কর্তাকে বহিস্কার করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular