Homeএখন খবরকরোনার দ্বিতীয় ঢেউয়ে স্বস্তি দেশ জুড়ে; কমল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

করোনার দ্বিতীয় ঢেউয়ে স্বস্তি দেশ জুড়ে; কমল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

নিউজ ডেস্ক: পরিসংখ্যান বলছে যে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এখন ধীরে ধীরে কমছে। যদিও মৃতের সংখ্যা এখনও অনেক বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪ টি নতুন করোনার কেস এসেছে এবং ৩,১৮২ জন আক্রান্ত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। একই সময়ে, করোনার কাছ থেকে ২ লক্ষ ৩৮ হাজার মানুষ সুস্থ হয়েছেন। অর্থাৎ, আগের দিন ৮৮,৪১৬ অ্যাক্টিভ কেস কমেছে। এর আগে শনিবার ১৫৫,৫৫৩ লক্ষ নতুন কেস সামনে এসেছিল।

সোমবার, দেশে টানা ১৮ তম দিনে করোনার সংক্রমণের থেকে করোনা মুক্ত রোগীর সংখ্যা বেশি রয়েছে। ৩০ শে মে অবধি সারা দেশে ২১ কোটি ৩১ লক্ষ ৫৪ হাজার ১২৯ করোনার ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। আগের দিন ১০ লক্ষ ১৮ হাজার ভ্যাকসিন দেওয়া হয়েছিল। একই সঙ্গে, এখন পর্যন্ত ৩৪ কোটি ৪৮ লক্ষেরও বেশি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিন ১৬.৮৩ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছিল, যার পজিটিভিটি রেট ৮ শতাংশের বেশি।

আজ দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি-

মোট করোনার কেস – ২ কোটি ৮০ লক্ষ ৪৭ হাজার ৫৩৪ টি।

মোট টেস্ট – ২ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ৩৪২ ।

মোট অ্যাক্টিভ কেস – ২০ লক্ষ ২৬ হাজার।

মোট মৃত্যু- ৩ লক্ষ ২৯ হাজার ১০০ জন।

দেশে করোনার মৃত্যুর হার ১.১৭ শতাংশ এবং সুস্থতার হার ৯১ শতাংশেরও বেশি। অ্যাক্টিভ কেস ৮ শতাংশেরও নিচে নেমে এসেছে। করোনার অ্যাক্টিভ কেসের দিক থেকে ভারত বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। সংক্রামিত মোট সংখ্যার দিক থেকেও ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরে ভারতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।

অন্যদিকে, রাজ্যেও নিয়ন্ত্রণে আসছে করোনা সংক্রমণ। আংশিক লকডাউনের জন্য রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রিনে এসেছে করোনা সংক্রমন। রাজ্যের স্বাস্থ্য দফতরের রবিবারের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪২ জনের। পাশাপাশি এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ১৮ হাজার ৬৪২ জন। একধাক্কায় ৭ হাজার ৫০০ জন কমে আপাতত রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৮৯৮ জন। দীর্ঘ বেশ কিছুদিন পরে যে সংখ্যা নামল ১ লক্ষের নীচে। পাশাপাশি হাসপাতাল থেকে ডিসচার্জ রেট এই মুহূর্তে পৌঁছে গিয়েছে ৯১.৩৯ শতাংশে।

RELATED ARTICLES

Most Popular