Homeআন্তর্জাতিকঅপেক্ষার অবসান! আইপিএলের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আরব আমিরাতেই

অপেক্ষার অবসান! আইপিএলের বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আরব আমিরাতেই

নিউজ ডেস্ক:  করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আগমনের কারণে আইপিএল ২০২১ -এ মাঝ পথেই বন্ধ করা হয়েছিল। এই বড় লিগের জৈব সুরক্ষা বলয়েও খেলোয়াড়রা ক্রমাগত করোনার কবলে পড়ছিলেন, যার পরেই এটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে, আইপিএল আবার কবে থেকে শুরু হবে তা নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছিল। এবারে সব জল্পনার অবসান ঘটিয়ে বোর্ড জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতের আইপিএল না করার কারণ বৃষ্টির মরসুম। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ভারতের প্রতিটা অংশেই বৃষ্টিপাত হয়ে থাকে। কোনওমতে আইপিএল আয়োজন করলেও তা যদি ভেস্তে যায়, তাহলে বোর্ডের পুরো উদ্দেশ্যই নষ্ট হবে। তাই এই প্রতিযোগিতা আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রতিযোগিতা চলতে পারে। সে ক্ষেত্রে ‘দিনে দুটি করে ম্যাচ সংখ্যা বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করার চেষ্টা করা হবে। গত বার আমিরশাহিতে আইপিএল করে তুমুল সাফল্য পেয়েছিল বোর্ড।

একাধিক ক্রিকেটারও বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সে দেশে জৈব সুরক্ষা বলয় অনেক শক্তিশালী ছিল। তাই ঝুঁকি না নিয়ে ফের মরু শহরে ফেরানো হচ্ছে আইপিএল। এদিকে, ১ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিত আইসিসি। কিন্তু বিসিসিআই তাদের কাছে সময় চাওয়ায় সেই দিন পিছিয়ে দেওয়া হতে পারে।

চলতি বছরের ৪ মে’ করোনার কারণে স্থগিত হয়ে যায় আইপিএল। এখন সেপ্টেম্বরে আবার শুরু হবে আইপিএল এবং এর ফাইনাল অক্টোবরে হবে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে ১৯ বা ২০ সেপ্টেম্বর থেকে খেলা হবে। এই বড় লিগের ফাইনালটি ১০ ​​অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

RELATED ARTICLES

Most Popular