নিউজ ডেস্ক: নিউ ব্যারাকপুরে গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন। আগুন ছড়িয়ে পড়ে পাশের ওষুধের গুদামেও। আগুনের লেলীহান শিখা ক্রমশই গ্রাস করতে থাকে সবকিছু, ৮ ঘন্টা পেরিয়ে গেলেও ভেতরে প্রবেশ করতে পারছেন না দমকল কর্মীরা। অনিয়ন্ত্রিত আগুন বাগে আনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে, পরিস্থিতি মোকাবিলায় নামান হয়েছে রোবট। সেইসঙ্গেই দমকল কর্মীদের জল দিয়ে আগুন নেভানোর প্রচেষ্টা এখনও অব্যাহত।
জানা গিয়েছে, বুধবার, নিউ ব্যারাকপুরের বিলকান্দায় একটি গেঞ্জির কারখানায় রাত ২.৪৫ নাগাদ আগুন লাগে। এক তিনতলা বাড়ির একাংশে এই গেঞ্জি কারখানা অবস্থিত। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫ টি ইঞ্জিন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের গ্রাস বেড়েই চলেছে। আগুন কোনওভাবে বাগে আনা যাচ্ছে না। কারখানার একাংশ পুড়ে ছাই। কারখানার ৪ জন শ্রমিকের খোঁজ মিলছে না। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ওষুধের গুদামেও। সেখানে স্যানিটাইজার মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। শোনা যায় বিস্ফোরণের শব্দ; ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে এই কাণ্ড।
স্থানীয়দের অভিযোগ, কার্যত লকডাউন পরিস্থিতিতে সরকারি নির্দেশকে উপেক্ষা করে গেঞ্জি কারখানায় কাজ চলছিল। দমকল সূত্রে খবর, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ওই গেঞ্জি কারখানায় রাতে বেশ কয়েকজনের থাকার কথা। কেউ আটকে আছে কিনা তা দেখা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে কারখানার ভিতরে ঢোকার চেষ্টা করা হচ্ছে। পাশে থাকা এক রংয়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে কি করে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।