নিউজ ডেস্ক:পশ্চিমবঙ্গ সরকার করোনার দ্বিতীয় ঢেউয়ের সাথে মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে।প্রতিনিয়ত বাড়ছে সংক্রমনের সংখ্যা; সেই সঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যা।তাই কোভিড যে ক্রমাগত একটু একটু করে গ্রাস করছে পশ্চিমবঙ্গকে সে নিয়ে কোন সন্দেহ নেই।জেলাগুলিতেও শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ।
এমতাবস্থায়, মুর্শিদাবাদ নিয়ে এর আগেই একাধিক প্রশ্ন তুলেছেন দেশের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন তিনি।
অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন আগেই করোনা বিষয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্বিগ্ন হয়ে মুর্শিদাবাদে একটি ৫০০ শয্যার কোভিড হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রকে চিঠি দেন। তার উত্তর না এলেও এবার হাসপাতালের জন্য প্রয়োজনীয় আশ্বাসও আদায় করে নিলেন অধীর। অর্থাৎ করোনা কালীন সংকট পরিস্থিতিতে মুর্শিদাবাদের ডিআরডিও বিশেষ হাসপাতাল তৈরির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন সিবিআইয়ের নতুন ডিরেক্টর নির্বাচনের জন্য নিজের বাসভবনে একটি বৈঠক দেখেছিলেন। প্রটোকল অনুযায়ী বৈঠকে উপস্থিত হন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমভি রামনা। মূলত এই তিনজনের দায়িত্বেই সিবিআই ডিরেক্টর নির্বাচন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফের একবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন অধীর রঞ্জন চৌধুরী। জঙ্গিপুরের হাসপাতালে আগেও দেখা গিয়েছিল অরাজগতার ছবি।রোগীদের নিজেদের সোয়াব টেস্ট করতে হচ্ছিল নিজেদেরই। এছাড়া চিকিৎসা পরিষেবা নিয়েছিল যথেষ্ট বিক্ষোভ। এদিন সেকথাই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে ডিআরডিও এর মাধ্যমে একটি ৫০০ শয্যার কোভিড হাসপাতাল বোর্ডে দেবার জন্য অনুরোধ জানান তিনি।এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধীরবাবুর বক্তব্য অনুযায়ী আবেদনে সাড়া দিয়েছেন।