নিউজ ডেস্ক: সম্প্রতি ইজরায়েল কে লক্ষ করে কমপক্ষে ৩ হাজার রকেট ছুঁড়েছে হামাস।প্রায় ২০ লক্ষ মানুষের বাসস্থান এর ফলে চরম ক্ষতির মুখে পড়েছে। প্রায় ৫০০টি বহুতল বিমান হানায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। মঙ্গলবার থেকে ত্রাণ নিয়ে আসা ট্রাক গাজায় ঢুকতে দিচ্ছে না ইজরায়েলের সেনাবাহিনী।
এপর্যন্ত সংঘর্ষে প্যালেস্তাইনের ২১২ জন নাগরিকের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে ইহুদি দেশটির অন্তত ১২ জন নাগরিকের। এবার যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল ও হামাস।
এই রক্তক্ষয়ী প্রায় এগারো দিন ধরে চলা তুমুল লড়াই শেষে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস।
বৃহস্পতিবার এই বিষয়ে দুই পক্ষ সহমত হলেও শুক্রবার থেকে বলবৎ হচ্ছে সংঘর্ষবিরতি চুক্তি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানায় যে বিনাশর্তে যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছে প্রতিরক্ষা ক্যাবিনেট। তবে সংঘর্ষবিরতি ঘোষণার পরও গাজা থেকে ইজরায়েলের উদ্দেশে রকেট উড়ে আসে বলে খবর। ফলে এই চুক্তি আদৌ টিকবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। লড়াই থামাতে গত বুধবার নেতানিয়াহুর কাছে আরজি জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দেয় মিশর, কাতার ও রাষ্ট্রসংঘ।
তবে এই যুদ্ধবিরতি নিয়ে হামাস জানিয়েছে, ইজরায়েল শর্ত মেনে চললে তারাও হামলা চলবে না।
এমনকি জঙ্গি সংগঠনটির মুখপাত্র তাহের আল-নন এক বিবৃতি জারি করে জানিয়েছে, “প্যালেস্তাইনের বিদ্রোহীরা যুদ্ধবিরতির শর্ত মানবে যদি তা হানাদার ইজরায়েলী বাহিনী মেনে চলে।”