Homeএখন খবরছিল বেড়াল, হয়ে গেল রুমাল ! বৈদ্যুতিন তারের আড়ালে ৩৬লক্ষের সোনা

ছিল বেড়াল, হয়ে গেল রুমাল ! বৈদ্যুতিন তারের আড়ালে ৩৬লক্ষের সোনা

নিজস্ব সংবাদদাতা: অবিকল বৈদ্যুতিন তারের আদলে সোনার তার পাচার করতে গিয়ে ধরা পড়ল এক সোনা পাচারকারী। বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক আধিকারিকরা তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। ওই ব্যক্তি দুবাই থেকে এমিরেটস ফ্লাইট নম্বর ই কে -৫৭০ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান।

 

এরপরই গ্রীন চ্যানেল পেরুনোর সময় সন্দেহে হওয়ায় বিমানবন্দর কলকাতার কর্মকর্তারা তাকে আটকান পরীক্ষার জন্য । ওই ব্যক্তির এক হাত ব্যাগ এবং অন্য হাতে একটি সাধারন হাত ব্যাগ ছিল। আধিকারিকরা জানিয়েছেন, ওই সাধারন হাত ব্যাগের মধ্যে পাওয়া যায় একটি বৈদ্যুতিন তারের একটি রোল পাওয়া যায় যা কিনা অবিকল বাড়ির সাধারন বিদ্যুৎ সংযোগের তারের মতই দেখতে। লোকে দুবাই থেকে কেন সাধারন বিদ্যুতের তার নিয়ে আসবে এটা নিয়েই সন্দেহ হয় আধিকারিকদের। এরপরই তারের গুচ্ছটি সম্পুর্ন পরীক্ষা করার উদ্যোগ নেয় শুল্ক আধিকারিকরা। আর তারপরেই চক্ষু চড়কগাছ।

 

আপাদমস্তক অ্যালুমিনিয়ামের প্রলেপের আড়ালে দেখা যায় সোনার তার। অন্য আরেকটি সোনার তার পাওয়া যায় প্লাস্টিকের আবরন দিয়ে প্রলেপ দেওয়া। সব মিলিয়ে ৮১৫.৭০০ গ্রাম সোনার তার উদ্ধার হয় যার বাজার মূল্য ৩৬লক্ষ ৩৮ হাজার ২২টাকা বলে জানা গেছে। ব্যক্তিকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করছে শুল্ক দপ্তরের আধিকারিকরা।

RELATED ARTICLES

Most Popular