Homeদেশঅন্ধ্রপ্রদেশভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের খনিতে; মৃত প্রায় ১০ জন শ্রমিক

ভয়াবহ বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশের খনিতে; মৃত প্রায় ১০ জন শ্রমিক

নিউজ ডেস্ক: জিলেটিন স্টিক বিস্ফোরণ অন্ধ্রপ্রদেশে। এই দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের । সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, শনিবার এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কড়পা জেলায় । গাড়িতে জিলেটিন স্টিক তোলার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর মিলেছিল। চারজন শ্রমিক নিখোঁজ ছিলেন। বেলা গড়াতেই মৃতের সংখ্যা বাড়ছে। বিস্ফোরণের ভয়াবহতা দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। পুড়ে গিয়েছে গাড়ি। বিস্ফোরণের তীব্রতার জেরে উড়ে গিয়েছে মৃতদের দেহাংশ।

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বহু খাদান শ্রমিক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও অজানা। খাদানের ভিতরে বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকার্য।

এরপরেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদের দেহগুলি। পুলিশ জানিয়েছে, স্থানীয় কলসাপাড়ু ও পুলিভেন্দুলা মণ্ডলের শ্রমিকরাই এই জিলেটিন স্টিক গাড়িতে তুলছিলেন। তবে এই কাজের জন্য বৈধ লাইসেন্স ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। বিপত্তির কারণ জানতে চাওয়া হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের থেকে।

এছাড়াও এই বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে রাজ্য সরকারকে মৃত শ্রমিকদের পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করতে বলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রের পুলিশ সূত্রে খবর, চুনাপাথরের খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্যই ওই জিলেটিন স্টিকগুলি গাড়িতে তোলা হচ্ছিল। অসতর্কতাবশত এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

RELATED ARTICLES

Most Popular