Homeএখন খবররবিবার নয়, সোমবার হবে রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণ

রবিবার নয়, সোমবার হবে রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণ

নিউজ ডেস্ক: রবিবার নয়, সোমবারই হবে রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণ।জানা গিয়েছে, রাজভবনে সোমবার সকাল ১১ টায় রাজ্যের সব বড় মন্ত্রীরা শপথ নেবেন।বাকিরা শপথ নেবেন পরে।

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর সরকারের তরফে জানানো হয়েছিল,যে আগামী রবিবার বেলা দেড়টায় রাজভবনে শপথ নেবে রাজ্য মন্ত্রিসভা।তবে কোনো কারন বসত তা পিছিয়ে সোমবার ১১ টা করা হয়েছে। এখন সোমবার শপথ নেবে মন্ত্রিসভা।

রাজভবন সূত্রের খবর, করোনার বিধি-নিষেধের কথা মাথায় রেখে,মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের মতোই সাধারণ ভাবে হবে হবে রাজ্য মন্ত্রিসভার শপথগ্রহণও।তাদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরাই শপথ নেবেন সোমবার। প্রতিমন্ত্রীরা পরে শপথ নেবেন।

বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে এবার রাজ্য মন্ত্রিসভায় থাকতে পারে একাধিক চমক। পুরনোদের সঙ্গে এবার দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। এমনকী টলিউডের সেলিব্রিটিদের দেখা যেতে পারে এখানে।

উল্লেখ্য;বুধবার সকাল ১০ টা ৪৫ মিনিটে টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী কে ‘বোন’ বলে সম্বোধন করেছেন রাজ্যপাল ।শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ চ্যাটার্জী এবং সুব্রত মুখোপাধ্যায়ের মতো টিএমসি নেতারা, ছাড়াও অনুষ্ঠানে টিএমসির জয়ে মুখ্য ভূমিকা পালনকারী নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাসতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular