নিউজ ডেস্ক: করোনা অতিমারীর সঙ্গে লড়াইয়ের জেরে ফের একবার দেশে লকডাউনের পরিস্থিতি। অর্ধেক পথচলার পরই স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। লাগাম টানা হয়েছে শ্যুটিংয়েও। ফলে অনেকটাই ব্যস্ততা কম বিরাট-অনুষ্কার। এবার করোনা মোকাবিলায় ২ কোটি টাকা অনুদান দিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা অর্থাৎ বিরুষ্কা।
গোটা দেশ এমনিতেই করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যপ্ত । তার মধ্যে চলতি বছরই তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে এই মারণ ভাইরাস। এমন পরিস্থিতিতে এই সংকট দূর করার একমাত্র উপায় ঐক্যবদ্ধভাবে লড়াই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এমনই বার্তা দিলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। একই সঙ্গে করোনা মোকাবিলায় ত্রাণ সংগ্রহের জন্য অভিনব পদক্ষেপও করেছেন তাঁরা, যার শুরুটা করেছেন মোটা অঙ্কের অনুদান দিয়ে।
বিরাট-অনুষ্কার অন্য সবকিছুর থেকে বেশি করে এই বড় লড়াইকেই এখন গুরুত্ব দিচ্ছেন। সেই কারণেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে করোনা মোকাবিলার জন্য ত্রাণ সংগ্রহের মহৎ প্রয়াস করছেন এই সেলিব্রিটি দম্পতি। দেশের কঠিন সময়ে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তাঁরা। তবে শুধুই সাহায্যের আহ্বান নয়, নিজেরাও দরাজ হস্তে সাহায্য করেছেন। করোনা মোকাবিলায় ২ কোটি টাকার অনুদান করলেন বিরাট-অনুষ্কা জুটি। জানা গিয়েছে, দুই তারকার প্রয়াসে ৭ কোটি টাকা ত্রাণ সংগ্রহ করা হবে।