Homeএখন খবরটানা ৩ দিন ৫৭৫ জনের নিচে নামছেনা দৈনিক সংক্রমন, খড়গপুর-মেদিনীপুর ১৩০ ছুঁয়ে!...

টানা ৩ দিন ৫৭৫ জনের নিচে নামছেনা দৈনিক সংক্রমন, খড়গপুর-মেদিনীপুর ১৩০ ছুঁয়ে! গ্রামীন খড়গপুর, গড়বেতা, সবংয়ে আক্রান্ত বাড়ছে, ঘাটাল মহকুমা ৯০

Inda area has been the most infected area of ​​Kharagpur city for the last 4 days. Today the infection has spread further. New trafic, Bamunpara, Tantipara, South Inda have 18 people affected but 13 of them are most affected in the main Inda. 10 people were affected in Malach including Dhekiya, Ramnagar and 6 people were affected in Kharida including Rajgram, Kumarpara. 6 people were attacked in Hijli Prembazar area. Among them is a health worker. Four victims were found from Bhavanipur, Jhuli, Kaushalya and Mirpur. 3 people from Golbazar, Bhagwanpur, Purigate, Nimpura were attacked. One or more victims are Rabindrapalli, Bulbulchati, Srikrishnapur, DVC Mayapur, South Inda, Debalpur, Talbagicha, Gandhinagar, Sanjowal, Babulain, Mathurakati, Southpur, Old Setalgar. The names of 5 people whose addresses were not mentioned in the city are in the documents of the district health department. In the sample sent from IIT Kharagpur, 6 people tested positive, out of which 5 are residents of IIT campus.

নিজস্ব সংবাদদাতা: আগামী ১৫দিন করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারন করবে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। মে মাসের শেষ সপ্তাহে দুর্বল হয়ে পড়তে চলেছে করানোর দ্বিতীয় ঢেউ আর তার আগের ১৫দিন অর্থাৎ চলতি সপ্তাহ মরন কামড় করোনার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ১৫ দিন মানুষকে সাবধানে থাকতে বলেছেন। এই অবস্থা আটকানোর জন্যই লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। অর্ধেক করে দেওয়া হয়েছে সরকারি ও বেসরকারি বাস, মেট্রো।

পশ্চিম মেদিনীপুর জেলাতেও হয়ত তারই প্রতিফলন ঘটেছে কারন গত ৩দিন টানা ৫৭৫ য়ের নিচে নামছেনা দৈনিক সংক্রমন। আর এই সময়ে দেখা যাচ্ছে গ্রামীণ এলাকাতেও করোনার বাড়বাড়ন্ত হয়েই চলছে। জেলায় করোনার সর্বাধিক বাড়বাড়ন্ত নজরে পড়ে ২৬এপ্রিল। ৫৭৮ জন আক্রান্ত হন ওইদিন। এরপর ফের নামতে থাকে সংক্রমন। ৪০০, ৩০০ এমনকি ২৫০ ঘরে নেমে আসে। এরপর ৪ মে সংখ্যাটি হঠাৎ পৌঁছে যায় ৫৭৭জনে। পরের দিন ৫ তারিখ সংখ্যাটি পৌঁছায় ৫৮৮ তে। ৬তারিখ অর্থাৎ গতকাল সেই সংখ্যাটা দাঁড়ালো ৫৭৫ জনে। সব মিলিয়ে গত ৩ দিন নূন্যতম দৈনিক সংক্রমন ৫৭৫ জনে দাঁড়িয়ে।

৬ই মে, বৃহস্পতিবার আরটি/পিসিআর পরীক্ষায় ৩৬৪, আ্যন্টিজেন পরীক্ষায় ১৭৫ এবং ট্রুনাটে পজিটিভ এসেছে ৩৬জনের। এদিন খড়গপুর শহরে নূন্যতম ১৩৫ , মেদিনীপুর শহরে ন্যূনতম ১২৫জনের দেহে সংক্রমন পাওয়া গেছে। খড়গপুর গ্রামীনে হঠাৎ আক্রান্ত বেড়ে ৩০ ছাড়িয়েছে। গড়বেতায় ৪৫জন, ঘাটাল মহকুমায় আক্রান্ত ৯০ জন। ডেবরায় প্রায় ২০, সবং ও বেলদায় ১০জনের কাছাকাছি আক্রান্ত পাওয়া গেছে।

খড়গপুর শহরের গত প্রায় ৪দিন ধরে সর্বাধিক সংক্রমনে কাহিল ইন্দা এলাকা। এদিনে সেই সংক্রমন আরও ছড়িয়েছে। নিউট্রাফিক, বামুনপাড়া, তাঁতিপাড়া, সাউথ ইন্দা মিলিয়ে আক্রান্ত ১৮জন কিন্তু এরমধ্যে মূল ইন্দাতেই সর্বাধিক আক্রান্ত ১৩ জন। ঢেকিয়া, রামনগর সহ মালঞ্চতে ১০জন এবং রাজগ্রাম, কুমারপাড়া সহ খরিদাতে ৮জন আক্রান্ত। হিজলী প্রেমবাজার এলাকায় আক্রান্ত ৬জন। এরমধ্যে একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ভাবনীপুর, ঝুলি, কৌশল্যা, মিরপুর থেকে ৪জন করে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

গোলবাজার, ভগবানপুর, পুরীগেট, নিমপুরা থেকে ৩ জন করে আক্রান্ত। এক বা একাধিক আক্রান্ত মিলেছে রবীন্দ্রপল্লী, বুলবুলচটি, শ্রীকৃষ্ণপুর, সুভাষপল্লী, ডিভিসি মায়াপুর, সাউথ ইন্দা, দেবলপুর, তালবাগিচা, গান্ধিনগর, সাঁজোয়াল, বাবুলাইন, মথুরাকাটি, সাউথ সাইড, ওল্ড সেটেলমেন্ট, সুকান্তপল্লী দেবলপুর, চিত্তরঞ্জন নগর, টুরিপাড়া সহ বিভিন্ন রেল আবাসন থেকে। শহরে নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি এমন ৫জনের নাম রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের নথিতে। আইআইটি খড়গপুর থেকে পাঠানো নমুনায় ৮ জনের পজিটিভ পাওয়া গেছে যার মধ্যে ৫জন আইআইটি ক্যাম্পাসের বাসিন্দা।

খড়গপুর গ্রামীনে সংক্রমন মিলেছে গৌরাঙ্গচকে ৩জন, চকগণেশ ৪জন, ডুবগোহাল, নগরা, কুলিআড়াতে ২জন করে আক্রান্ত। এছাড়া মাদপুর, খাটরঙা, মাতকাতপুর, বলরামপুর, সতকুই, কুদিকুন্ডা, আম্বা, হাট সুলতানপুর, সাহাচক, ধারেন্দা, শোভাপুর, গেড়িয়াশুলি, চাঙ্গুয়াল, পপরআড়া, অর্জুনচক থেকে।

মেদিনীপুর শহরে সর্বাধিক আক্রান্তের সন্ধান মিলেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, ২১জন। শহরে নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি ৩৮ জনের। ওই সংখ্যা বাদ দিয়ে শহরে সর্বোচ্চ সংক্রমন মিলেছে তলকুই থেকে, ৬ জন। কুইকোটা থেকে ৫জন। বিধাননগর, সিপাইবাজার, নজরগঞ্জ থেকে ৪জন করে সংক্রমিত। মির্জাবাজার, আবাস, হবিবপুর, পাটনাবাজার থেকে ৩ জন করে আক্রান্তের খোঁজ মিলেছে। এক বা একাধিক আক্রান্ত পাওয়া গেছে অশোকনগর, রাঙামাটি, সুজাগঞ্জ, শেখপুরা, মানিকপুর, রবীন্দ্রনগর, মহাতাপপুর, নতুনবাজার, ডাকবাংলো রোড, মিঞাবাজার, শরৎপল্লী, কালিতেলির চক, তাঁতিগেড়িয়া, পুলিশ লাইন, কর্নেলগোলা, রাজারদীঘি, কেরানিতলা, গোলাপীচক, টাউনকলোনী, ছোটবাজার, মাইকেল মধুসূদন নগর, ঈশ্বরপুর, সুভাষনগর, মির্জামহল্লা, এবং সেন্ট্রাল জেল থেকে।
গ্রামীন মেদিনীপুরের ভূতগেড়িয়া, জামনি, মালকুড়ি, চিলগোড়া, গোপগড়, আমড়াতলা ছাড়া দেউলডাঙা থেকে ৪জন, খাসজঙ্গল, গুড়গুড়িপাল থেকে ৩জন করে এবং উপরডাঙাতে ২জন করে আক্রান্ত পাওয়া গেছে।

মেদিনীপুর মহকুমার গড়বেতা থানায় সংক্রমন মারাত্মক আকার নিয়েছে। ৩ জন বা তার অধিক আক্রান্ত হয়েছেন গড়বেতা সদর, রাউলিয়া, রাধানগর, গনকবাঁধি, লাপুরিয়া, আমলাতোড়া, দ্বারিগেড়িয়া, সাতবাঁকুড়া, প্রতাপপুর গুইয়াদহ এবং গড়বেতা সদর থেকে। এক বা একাধিক আক্রান্ত মিলেছে বড় ডাবচা, কিয়াবনী, পানিকোটর, নেড়াকোপা, রসকুন্ডু, অপর্নাপল্লী, খড়কুশমা, চাঁদাবিলা, ফতেসিংপুর, কুকুনবাঁধ জগারডাঙা, তেলিবেড়িয়া, আমজোড়া, শিমুলিয়া আদ্রা, মাথুরি, প্রফেসর পাড়া, নলপা পানিকোটর, খুদাশোল, শোলডাঙা, ধাদিকা, তালডাংরা, হাবলা ফতেসিংপুর, দুর্লভগঞ্জ এলাকা থেকে।
গোয়ালতোড়ের সদর ছাড়া ৪ আক্রান্ত মিলেছে ৪জন। হুমগড় থেকে ২জন। এছাড়া কিয়ামাচা, গাছমুড়া, প্রদিলা কদমডিহা থেকে। শালবনী সদর থেকে ৫ জন ছাড়াও পিড়াকাটা থেকে ২জন এবং গোবরু, চন্দনকাট বইঁচা থেকে আক্রান্ত মিলেছে। কেশপুরের জগন্নাথপুরে এক আক্রান্ত পাওয়া গেছে।

খড়গপুর মহকুমায় সর্বোচ্চ আক্রান্ত ডেবরা এলাকায়। ডেবরার কালিবাগিচা, হামিরপুর, আমড়াগেড়িয়া, উত্তর এবং দক্ষিণ গোটগেড়িয়া, রাধামোহনপুর, গোলগ্রাম, চকবলরাম, লোয়াদা, দামোদরপুর, খাসকেন্দু বাগিচা, বরাগেড়িয়া, বরাগড়, পশ্চিম বেটিয়া, বনবারান্তি, গৌরাঙ্গপুর এলাকা থেকে ।
সবং থানার লুটুনিয়া, মার্কন্ডচক, শীতলদা, বাড় ভেমুয়া, বিলকুলা, রামভদ্রপুর, বড়ছড়া, বিকলবাড়, রামপুরা থেকে নতুন করে আক্রান্তের খোঁজ মিলেছে। পিংলার শালমারা, সাহড়া, ভন্তিয়া ও পিংলা সদর থেকে।

বেলদার মনিরাজ বাটিটকি, দিঘা সাবড়া, সোহাগপুর সাউরি, রঘুনাথপুর, সতোরবাটি, দেউলি ও বেলদা থেকে আক্রান্তের খোঁজ মিলেছে। মোহনপুরের অথরাবাটিয়া, কাশিবাগ, সিংরুই ও পলাশিয়া থেকে সংক্রমন পাওয়া গেছে। দাঁতনের কল্যাণপুর তালদা, শরশঙ্কা, গাজীপুর ও তকিনগরে নতুন করে কয়েকজন আক্রান্ত। নারায়নগড়ের বড়কলঙ্কাইতে আক্রান্ত একজন।

ঘাটাল মহকুমায় ন্যূনতম ৪২জন আক্রান্তের খোঁজ মিলেছে চন্দ্রকোনা থানা থেকে। গোপালপুর কালিকড়ি থেকেই আক্রান্ত ৮ জন। ক্ষীরপাই, খুড়শি, হিরাধরপুর, রামজীবনপুর মাধবপুর, গোপালপুরের কোথাও ৪জন, ৩জন কিংবা ২জন করে আক্রান্ত। একজন করে আক্রান্ত ঝাঁকরা, গোবিন্দপুর, রাশিয়াড়ি, বাঁশদা, কড়াশিয়া, সতীতাতুল, রামজীবনপুর, শোনপুর, পিয়ারডাঙা, কামারগঞ্জ জয়ন্তীপুর, দারবসতিবালা, ঘোলা, বাগপোতা, শ্যামখুরি, জাড়া, লক্ষ্মীপুর, শোলা থেকে।

দাসপুর থানার অরিত, ভূঁইয়াড়া, দাসপুর, গোপালপুর, গৌরা, নিশ্চিন্তপুর, চাইপাট থেকে একাধিক আক্রান্ত পাওয়া গেছে। একজন করে নতুন সংক্রমিত মাগুরিয়া, কমলপুর, সরবেড়িয়া, বাজুনা, বেলবেড়িয়া, সাহাচক, শীতলপুর, সয়লা, সাগরপুর থেকে।
ঘাটালের হরেকৃষ্ণপুর, কুশমান, কোন্নগর, শীতলপুর থেকে একাধিক আক্রান্ত পাওয়া গেছে। একজন করে আক্রান্ত মিলেছে হাসপাতাল, মনসুখা, রাধানগর, বীরসিংহ, শিবপুর, পান্না, শ্যামপুর, নারায়নপুর, জামসেদপুর, মোহনপুর, কুশপাতা ও বলরামপুর থেকে

RELATED ARTICLES

Most Popular