Homeরাজ্যউত্তরবঙ্গতৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপর হামলা; হাত ভাঙল বিধায়কের, আক্রান্ত নিরাপত্তা...

তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর ওপর হামলা; হাত ভাঙল বিধায়কের, আক্রান্ত নিরাপত্তা রক্ষী সহ আরও ২

নিজস্ব সংবাদদাতা: ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল নেতা উদয়ন গুহ। উদয়ন গুহর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ঘটনা উদয়ন গুহর নিরাপত্তারক্ষী সহ ৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। হামলায় উদয়ন গুহর হাতও ভেঙে গিয়েছে বলে খবর। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যে ৬ তা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত দিনহাটা বনধের ডাক দিল তৃণমূল কংগ্রেস।

জানা যায় বৃহস্পতিবার উদয়ন গুহ দিনহাটার বয়েজ ক্লাব এলাকা দিয়ে গাড়ি করে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তার উপর হামলা চালায় বিজেপির দুষ্কৃতীরা বলে অভিযোগ। অভিযোগ, উদয়ন গুহর গাড়ি ভাঙচুর করা হয় এবং তার হাতে ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করা হয়। ঘটনায় তাঁর নিরাপত্তা রক্ষীও আহত হয়েছেন এবং গাড়ির চালকও আক্রান্ত হয় বলে অভিযোগ। দেহরক্ষীর মাথা ফেটে যায়। তৎক্ষণাৎ তাদের এলাকাবাসী উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে।

এই ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দিনহাটা থানার বিশাল পুলিশবাহিনী সেখানে উপস্থিত হন। এদিকে হাসপাতলে তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় ও প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাকে দেখতে যান।

রবীন্দ্রনাথ ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিজেপির হার্মাদেরা যেভাবে একজন জনপ্রতিনিধির ওপর হামলা চালিয়েছে, তাতে করে ধিক্কার জানানোর কোনও ভাষাই তিনি খুঁজে পাচ্ছেন না। রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করে বলেন, বিজেপির হার্মাদেরা এমন ভাবে উদয়নকে মেরেছে, যে তাঁর ডান হাতের দুটো হাড় ভেঙে গিয়েছে এবং শরীরের একাধিক জায়গাতেও আঘাত রয়েছে।

তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন দিনহাটার তৃণমূলের নেতা তথা প্রাক্তন বিধায়ক উদয়ন বাবুর উপরে হামলা দিন দুপুরে শহরের মধ্যে বিজেপির দুষ্কৃতীরা করেছে। কার নির্দেশে এই হামলা হল আমরা তার প্রকৃত ব্যক্তিকে খুঁজে বের করবই এবং এই বিষয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছি।‘ তিনি আরও বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো। ফল ঘোষণার পর বিজেপি বাজার গরম করার জন্যই কোচবিহার জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার রাত ১২ পর্যন্ত দিনহাটা জুড়ে বনধ ডাকে তৃণমূল।

তবে তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপি নেত্রী মালতী রাভা জানান, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। উল্টে জেলা জুড়ে বিজেপি কর্মীরাই আক্রান্ত হচ্ছেন এবং তারা তাদের পরিবার সামলাতে ব্যস্ত। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বলেই দাবী করেন বিজেপি নেত্রী।

প্রসঙ্গত, দক্ষিণে যেমন জয়ের উচ্ছ্বাসে বিজেপির ওপর হামলার হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ঠিক তেমনই, উত্তরের জেলাগুলিতে যেখানে বিজেপি জয়লাভ করেছে, সেখানে তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। বুধবারই সক্রিয় এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। তৃণমুলের সক্রিয় কর্মীকে বেঁধে রেখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মেরে তার দেহ ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয় বলে অভিযোগ। মৃত তৃণমূল কর্মীর নাম শাহিনুর রহমান। গুরুতর আহত আরও এক তৃণমূল কর্মী কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তির নাম প্রসেনজিত সাহা। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। বুধবার সকালে তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইউনিয়ন ক্লাবের পেছনে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় মৃত শাহিনুর রহমানের দেহ।

একই ভাবে আলিপুরদুয়ারের তৃণমূল বুথ সভাপতি দীপক রায়কে খুনের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। জানা যায়, আলিপুরদুয়ারের সোনাপুরে মঙ্গলবার গভীর রাতে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে খুন হন আলিপুরদুয়ার ১ নং ব্লক এর মথুরা এলাকার বাসিন্দা দীপক রায় (৩৮)। তার সঙ্গে আরও ২-৩ জন বন্ধুও তার গাড়িতে বাড়ি ফিরছিলেন বলে তৃণমূলের দাবী। দীপক রায় এলাকার ১২/৪৪ নং বুথের তৃণমূলের বুথ সভাপতি পদে নিযুক্ত ছিলেন ও যুব তৃণমূলের দায়িত্বেও ছিলেন। বাড়ি ফেরার পথে সোনাপুর এলাকায় দীপক রায়ের গাড়ি আটকায় একদল দুষ্কৃতী।

অভিযোগ, তার গাড়ির উপর ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে ওই দুষ্কৃতীরা। কোনও মতে প্রাণে বেঁচে পালায় সঙ্গে থাকা অন্যান্য সঙ্গীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার তৃণমূলের অন্যান্য কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছলে দীপক রায়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তার মুখের অংশে বেশ কিছু ধারালো অস্ত্রের আঘাত লক্ষ করা যায়। তড়িঘড়ি দীপককে উদ্ধার করে বাবুরহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয় তৃণমূল কর্মীরা। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular