Homeএখন খবরমকবুল ফিদা হুসেনের আঁকা ছবিকে 'প্রিয়াঙ্কা'র ছবি বলে জালিয়াতি বিজেপির, দাবি কংগ্রেসের

মকবুল ফিদা হুসেনের আঁকা ছবিকে ‘প্রিয়াঙ্কা’র ছবি বলে জালিয়াতি বিজেপির, দাবি কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা: ইয়েস ব্যাঙ্কের পতনের পরই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল মোদি সরকারের বিরুদ্ধে। আভিযোগ উঠেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রনহীনতায় বাড় বাড়ন্ত হয়ে চলেছে বেসরকারি ব্যাঙ্ক গুলির বে আইনি লেনদেন আর তারই পরিনতিতেই মুখ থুবড়ে পড়েছে ইয়েস ব্যাঙ্ক। এরই পাল্টা জবাব দিতে আসরে নামে বিজেপি । প্রিয়াঙ্কা গান্ধীর আঁকা ছবি ২ কোটি টাকায় কিনেছেন ইয়েস ব্যাংক কর্তা রানা কাপুর! বিজেপির এই বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে গত দু’দিন ধরে রীতিমতো আলোড়িত জাতীয় রাজনীতি।

 

ইয়েস ব্যাংক কর্তার কংগ্রেস যোগ নিয়ে তাঁদের যথাসম্ভব কোণঠাসা করার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু কংগ্রেসের দাবি, বিজেপি যে ছবিটির কথা বলছে, সেটি আসলে প্রিয়াঙ্কা গান্ধীর আঁকা নয়। ওই ছবিটি এঁকেছেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন। প্রিয়াঙ্কা গান্ধীর বাবা রাজীব গান্ধীকে হুসেন নিজে ছবিটি উপহার দিয়েছিলেন। সেটিই প্রিয়াঙ্কা ২০১০ সালে বিক্রি করেছেন।

বিজেপির এই অভিযোগ সামনে আসতেই আসরে নামে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সাংবাদিক বৈঠক করে দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, “না জেনেই বিজেপি অবান্তর অভিযোগ করছে। যে ছবিটির কথা হচ্ছে সেটি আসলে রাজীব গান্ধীকে উপহার দিয়েছিলেন প্রথিতযশা শিল্পী মকবুল ফিদা হুসেন। উত্তরাধিকার সূত্রে সেই ছবিটিই যায় প্রিয়াঙ্কা গান্ধীর কাছে। ২০১০ সালে সেটি ২ কোটি টাকায় বিক্রি করা হয় ইয়েস ব্যাংক কর্তার কাছে। টাকা চেকে নেওয়া হয়েছিল। আয়কর রিটার্নের সময়ও সেই ছবি বিক্রির কথা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।”

 

কংগ্রেসের অভিযোগ, আসলে ইয়েস ব্যাংক কাণ্ডে সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই রানা কাপুরের সঙ্গে গান্ধী পরিবারের ঘনিষ্ঠতার তত্ত্ব তুলে আনা হচ্ছে। যে ছবিটির কথা এখানে বলা হচ্ছে, সেটি নিয়ম মতোই নিলাম করা হয়েছিল। তাছাড়া মকবুল ফিদা হুসেনের যে কোনও ছবি কোটি টাকায় বিক্রি হয়। কদিন আগেও তাঁর একটি ছবি ১৩ কোটি টাকায় বিক্রি হয়েছে এমনটাই দাবি করেছে কংগ্রেস।

RELATED ARTICLES

Most Popular