Homeরাজ্যউত্তরবঙ্গটালমাটাল রবির আসন,কোচবিহারে অধিপত্য বিস্তারের পথে বিজেপি

টালমাটাল রবির আসন,কোচবিহারে অধিপত্য বিস্তারের পথে বিজেপি

নিউজ ডেস্ক: বিজেপি প্রার্থীর থেকে প্রায় ১০ হাজার ৩৪৩ ভোটে পিছিয়ে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ।তার গড় কোচবিহারের নাটাবাড়িতে এমন পরিস্থিতিতে হতচকিত সকলে।

২০১১ এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা আসনে তৃণমূলের টিকিটে জয় পান রবীন্দ্রনাথ ঘোষ। এবারেও তৃণমূলের টিকিটেই নির্বাচনি লড়াইয়ের ময়দানে তিনি। প্রতিদন্ধী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী মিহির গোস্বামী। যিনি একসময় তৃণমূল শিবিরেই ছিলেন। যদিও নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের সংশ্রব ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি।

ভোট গণনার শুরু থেকেই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ পিছিয়ে রয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩০ হাজার ৬৬৮। অন্যদিকে, এই আসনে এগিয়ে থাকা বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর প্রাপ্ত ভোট ৩১,০১১। তৃতীয় স্থানে রয়েছেন ১৬০২।

কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে ষষ্ঠ রাউন্ডের পর বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মন ৮৬৮১ ভোটে এগিয়ে।

কোচবিহার জেলার উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ২৭৭৮ ভোটে এগিয়ে।

কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রে সপ্তম রাউন্ড গণনার পর বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক ৪৭৪৫ ভোটে এগিয়ে।

কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অষ্টম রাউন্ড গননার পর তৃণমূল কংগ্রেসে প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী ১০৯১৭ ভোটে এগিয়ে।

কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃনমূল কংগ্রেসে প্রার্থী অভিজিত দে ভৌমিক চতুর্থ রাউন্ড গণনার পর ৪৮ ভোটে এগিয়ে।

RELATED ARTICLES

Most Popular