নিউজ ডেস্ক: নির্বাচন শেষে আজ ফলাফলের পালা। বর্তমান সমীকরণ অনুযায়ী তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। এখনও পর্যন্ত তৃণমূল ২০৬, বিজেপি ৮৩ আসন পেয়েছে। অন্যদিকে পিছিয়ে বিজেপির স্টার প্রার্থীরা, এগিয়ে তৃনমূলের স্টার প্রার্থীরা।
তৃণমূল তারকা প্রার্থী:
লাভলি মৈত্র – সোনারপুর দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী।
সোহম চক্রবর্তী – চণ্ডীপুরে এগিয়ে সোহম চক্রবর্তী।
অদিতি মুন্সি – রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী।
সায়নী ঘোষ – আসানসোল দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী।
রাজ চক্রবর্তী – এগিয়ে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী।
কৌশানী মুখোপাধ্যায় – পিছিয়ে কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী।
কাঞ্চন মল্লিক – এগিয়ে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী।
অন্যদিকে বিজেপির তারকা প্রার্থী:
রুদ্রনীল ঘোষ – ভবানীপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।
তনুশ্রী চক্রবর্তী – শ্যামপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী।
পার্নো মিত্র – বরানগরে পিছিয়ে বিজেপি প্রার্থী।
হিরণ চট্টোপাধ্যায় – খড়্গপুরে সদরে এগিয়ে বিজেপি প্রার্থী।
যশ দাশগুপ্ত – পিছিয়ে চণ্ডীতলার বিজেপি প্রার্থী।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় – বেহালা পশ্চিমে পিছিয়ে বিজেপি প্রার্থী।
পায়েল সরকার – এগিয়ে বেহালা পূর্বের বিজেপি প্রার্থী।