নিউজ ডেস্ক: দেশে চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে করোনার সাথে লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন, দেশের সকল চিকিৎসক, স্বাস্থকর্মীরা। করোনা রোগীর চিকিৎসার জন্য ঘন্টার পর ঘণ্টা ডিউটি করতে হচ্ছে তাদের। এই গরমের মধ্যে পিপিই পরে এক নাগাড়ে কাজ করা একেবারেই সহজ নয়। তবুও সাধারণ মানুষের স্বার্থে চিকিৎসকরা তা ভুলে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন। আর সেই কঠিন অভিজ্ঞতারই ছবি-সহ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একজন চিকিৎসক।
চিকিৎসকের নাম সোহিল। এই মহামারীর সাথে লড়াই করাটা যে কতটা কঠিন তা আরেকবার সকলের মাঝে তুলে ধরলেন তিনি। শুক্রবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে দুটো ছবি শেয়ার করেছেন এই চিকিৎসক। এই ছবিটি তার টানা ১৫ ঘন্টা ডিউটির করার পরের। প্রথম ছবিটিতে তাকে পিপিই কিট পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য ছবিটিতে পিপিই কিট খোলার পর তার যা অবস্থা হয়েছে সেটি দেখে অবাক সকলে । তার পুরো শরীর ঘামে ভেজা রয়েছে, চেহারায় স্পষ্ট দেখা যাচ্ছে ক্লান্তির ছাপ।
এই ছবির শেয়ারের পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন সোহিল। তিনি লিখেছেন, “সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের হয়ে বলছি, পরিবারের থেকে দূরে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছি। করোনা আক্রান্তের থেকে মাত্র এক পা দূরে থেকে চিকিৎসা করছি। আমি অনুরোধ করছি, দয়া করে টিকা নিন, এটিই একমাত্র সমাধান।”
লাগাতার দু-বছর করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। তবুও হারতে নারাজ চিকিৎসকরা ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে করোনার থেকে সুস্থ করার লক্ষ্যে ময়দানে নেমেছেন সোহিলের মতো চিকিৎসকরা। আর আমরা সকলেই এই বিষয়ে আশাবাদী যে,করোনার বিরুদ্ধে ‘আমরা জিতবই’।