নিউজ ডেস্ক: নির্বাচনের আগের দিন রাতে গ্রামে গ্রামে গিয়ে তৃনমূল প্রার্থী ও তাঁর দলবল হুমকি দিচ্ছে এমন খবর পেয়ে রুখে দাঁড়ানোয় সিপিএম কর্মীদের ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনায় ১ সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। আহত আরও ২ সিপিএম কর্মী। সংযুক্ত মোর্চার অভিযোগ, পরিকল্পনামাফিক ধাক্কা দিয়ে খুন করা হয়েছে ওই কর্মীকে। ভোটের আগের দিনের এই ঘটনায় সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের ডোমকল। যদিও ঘটনাটিকে নেহাৎই দুর্ঘটনা বলে দাবি করেছেন ওই তৃনমূল প্রার্থী।
জানা গিয়েছে, ৭৫ নং ডোমকল বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতের বেলায় নির্বচনী বিধি ভঙ্গ করে আটটি গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে হুমকি দিচ্ছিলেন এবং ভীতি প্রদর্শন করছিলেন বলে অভিযোগ। এই ঘটনা দেখে সেখানে স্থানীয় মানুষজন জড় হতে শুরু করেন। বুধবার গভীর রাতে ডোমকলের শাহবাজপুরে রাস্তার ধারে বসেছিলেন সংযুক্তমোর্চার কর্মীরা। দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁদের ধাক্কা দেয়। গুরুতর জখম হন ৩ জন; সংযুক্ত মোর্চার কর্মী কাদের আলী মন্ডল, ওয়াসিম আল মামুন, লালচাঁদ মন্ডলকে গাড়িটি চাপা দিয়ে চলে যায় বলে অভিযোগ। দু জনের অবস্থা আশংকাজনক, তাদের ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে পরে কাদের আলী মন্ডলের(৪২) মৃত্যু হয়েছে।
সংযুক্ত মোর্চার অভিযোগ, তৃণমূল প্রার্থীর গাড়িতেই এই দুর্ঘটনা। তৃণমূল প্রার্থী পরিকল্পনা মাফিক এই খুনের ঘটনা ঘটিয়েছে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবী ডোমকলের তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলামের। তাঁর কথায়, তার গাড়িতে কোনও দূর্ঘটনা ঘটেনি। প্রচারে থাকা অন্য গাড়িতে ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনা একদমই স্বাভাবিক ঘটনা। এর নেপথ্যে তৃণমূলের কোনও পরিকল্পনা নেই। যে কোনও মৃত্যুই দুঃখজনক। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্তের দাবী জানিয়েছেন প্রার্থী। ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত ডোমকল বিধানসভা কেন্দ্র।
স্থানীয় সূত্রে জানা গেছে তৃনমূল প্রার্থী তাঁর দলবল নিয়ে এলাকায় ঢুকেছেন এই খবর পেয়েই সিপিএম কর্মীদের নেতৃত্বে গাড়ির কনভয় টিকে ঘিরে ফেলেছিলেন স্থানীয় গ্রামবাসীরা। কমিশনের কাছে বিষয়টি চলে গেলে বিপদ হতে পারে এমনই আশঙ্কা করেই সেই ব্যারিকেড ভাঙার মরিয়া প্রচেষ্টায় একাধিক গাড়ির কনভয় ছুটিয়ে দেওয়া হয় বিক্ষোভরত মানুষদের ওপর দিয়ে। তবে প্রার্থীর গাড়িতেই যে আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে এমনটি নিশ্চিত করে বলা যায়নি কিন্তু ওই গাড়ির কনভয়ের ধাক্কাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের সন্দেহ নেই।