বিশেষ প্রতিবেদন , ডিজিটাল ডেস্ক :
ক্রিকেট খেলার আবিষ্কার ভারতে না হলেও এই খেলাতে ভারতীয়রাই যুগের পর যুগ ধরে রাজত্ব করে চলেছে।
আজকের এই প্রতিবেদনে আমরা এমন কিছু রেকর্ডের কথা বলেছি যার বেশ কয়েকটি ভারতীয় খেলোয়াড়দের করা। ভারতীয় ক্রিকেটারদের করা এমনও কিছু রেকর্ড আছে যেগুলো পূর্ব ইতিহাসের রেকর্ড কে ভাঙার পরে আর কেউ সেই রেকর্ডের ধারেও আস্তে পারেনি।
এরকমই বিশ্ববিখ্যাত কয়েকটি রেকর্ডের মধ্যে 6 টি রেকর্ডের বিষয়ে আমরা জানাবো ।
1.ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর । যিনি তার খেলার ইতিহাসে মোট 664টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই ম্যাচগুলোর মধ্যে 200টি টেস্ট ম্যাচ ও 463টি একদিনের ক্রিকেট ও 1টি T-20 ম্যাচ। এখনো অবধি ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার ইতিহাস রয়েছে তারই নামে ।
2. এর পরের রেকর্ডটাও কিংবদন্তি খেলোয়াড় শচীন তেন্ডুলকর এর ঝুলিতেই। 34,357 আন্তর্জাতিক রান নিজের ঝুলিতে ভোরে সামনের প্রতিদ্বন্দ্বী কুমার সাঙ্গাকারার থেকে 6000 রান বেশি করে সব থেকে বেশি রানের রেকর্ডের অধিকারী।
3.ক্রিকেটার তেন্ডুলকরই একমাত্র ব্যাক্তি বা ক্রিকেটার যিনি একমাত্র যে 100 টি 100 রানের রেকর্ড করেছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী একমাত্র রিকি পন্টিংয়ের যার ঝুলতে রয়েছে 71 টি সেঞ্চুরি।
4. এছাড়া , সকলের পরিচিত নরেন্দ্র হিরোয়ানী , উত্তর প্রদেশের তরুণ লেগ স্পিনারমাত্র । তিনি মাত্র ১৯ বছর বয়সে ১৯৯৮ সালে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬টি উইকেট নিয়েছিলেন। যা এখনও পর্যন্ত এত কম বয়সে একটি ম্যাচেও এত উইকেটের রেকর্ড, কেউ করতে পারেননি। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি বেশিদিন তার খেলা চালাতে পারেননি।
5. ফিল্ডিংয়ের ক্ষেত্রেও উইকেট কিপার না হয়েও সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ডটি যিনি নিজের দখলে রেখেছেন তিনি আমাদের সবার পরিচিত রাহুল দ্রাবিড়ের ।
6.এরপর যার নাম না নিলেই হয় তিনি হলেন সবার প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশী ২০০ রান ,তাও আবার 3 বার করার রেকর্ডটি করেছেন তিনি। ২০১৩ তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রান, ২০১৪ তে শ্রীলঙ্কার বিপরীতে ২৬৪ রান ও ২০১৭ তে শ্রীলঙ্কার বিপরীতে ২০৮ রান করেন তিনি।