নিউজ ডেস্ক:– বর্ধমানের সরাইটিকর এলাকায় বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পঞ্চম দফা নির্বাচন শুরুর পর থেকেই বর্ধমানের সরাইটিকর এলাকা উত্তপ্ত।
তৃণমূলের বিরুদ্ধে বর্ধমান উত্তর বিধান সভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৭০,৭১,৭২,৭৩ বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে। এজেন্টের নাম অজিত সরকার, অজিত সরেন। জখম দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক বিজেপি এজেন্টের মাথা ফেটেছে বলে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে।
শনিবার পঞ্চম দফা নির্বাচনে পূর্ব বর্ধমানের আটটি আসনে ভোট হচ্ছে। সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে সরাইটিকরের মানুষকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ভয় দেখানো হয়ে সাধারণ বাসিন্দাকে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। ভোটারদের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীকে সকাল থেকে দেখতে পাওয়া যায়নি। কেন্দ্রীয় বাহিনী এসে আশ্বাস না দিলে স্থানীয় বাসিন্দারা ভোট দিতে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
এছাড়া, নদিয়ার শান্তিপুরের হরিপুরে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে গ্রামে বিজেপি প্রার্থী পৌঁছান। পৌছায় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর আশ্বাসে ভোটে দিতে গিয়েছেন গ্রামবাসীরা। কল্যানীর সগুনা এলাকায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে। বাড়ির কার্নিশে এখনও তাজা বোমা পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে ক্যুইক রেসপন্স টিম উপস্থিত হয়েছে। বাড়ির সামনে পিকেট বসানো হয়েছে।