নিউজ ডেস্ক: আবারও করোনার লাগামহীন সংক্রমণ দেশ জুড়ে। একদিনেই আক্রান্ত ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭ তে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২১ লক্ষ ৫৬ হাজার ৫২৯ জন। দেশে করোনার সক্রিয় কেসের সংখ্যা ১২ লক্ষ ১ হাজার ৯ জনে দাঁড়িয়েছে। করোনার কোপে এখনও অবধি সারা দেশে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জনের।
দেশের মধ্যে সবচেয়ে বেশি করুণ পরিস্থিতি মহারাষ্ট্রে। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৯৪ জন। শেষ ২৪ ঘন্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।মুম্বই, নাগপুর, পুণে সহ সব বড় শহরেই পরিস্থিতি প্রায় একই রকম হয়ে উঠেছে। নাইট কার্ফু থেকে উইকেন্ড লকডাউন চলছে মহারাষ্ট্রে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, মহারাষ্ট্রে কোভিডের বাড়বাড়ন্ত রুখতে লকডাউনই ভরসা হতে পারে৷ সূত্রের খবর উদ্ধব ঠাকরে ৮ দিনের সম্পূর্ণ লকডাউনের জন্য সায় দিয়েছিলেন। কিন্তু টাস্ক ফোর্সের কর্তারা জানান যে, লকডাউন হলে তা ১৪ দিনের জন্য হওয়া উচিৎ।
এদিকে পশ্চিমবঙ্গেও করোনা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে; একদিনেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজারের বেশি। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। যার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগণা দুই জেলাতেই সংক্রামিত হাজার পার। কলকাতাতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯ জন। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ১ হাজার ৪৭ জন।
পাশাপাশি সমগ্র বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লক্ষ ৩৪ হাজার ৭৭৮ জনের। আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৫৮ লক্ষ ৪৯ হাজার ১৬। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৭ কোটি ৭২ লক্ষ ৫৯ হাজার ৯৬২জন।