নিউজ ডেস্ক: বিজেপির এবার’মাইন্ড গেম’-এ খেলা শুরু, তৃণমূলের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল, শহরের রাজপথে ছেয়ে গেল নতুন পোস্টার। তাতে লেখা রয়েছে, “হ্যাশট্যাগ রাগ কেন দিদি।“ ভোটের মুখেই এবার ক্রমশ চাপ বাড়াতে শুরু করেছে গেরুয়া শিবির। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে বিজেপির নতুন পোস্টার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলায় যেখানে প্রচার করছেন সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে ব্যাঙ্গাত্মক সুরে বলছেন ‘দিদি..ওওওও.. দিদি’। মোদীর এই সুর করে দিদি ডাক নিয়ে বেশ রুষ্ট তৃণমূল কংগ্রেস নেত্রী। নিজের প্রচার মঞ্চেই এই নিয়ে মেজাজ হারিয়েছেন তিনি। আর মমতার সেই মেজাজ হারানোকেই হাতিয়ার করে মাইন্ড গেম খেলতে শুরু করে দিয়েছেন মোদী- শাহরা।
বিজেপির নতুন পোস্টারে লেখা হয়েছে ‘হ্যাশট্যাগ দিদি রাগ কেন?’ লাল রঙয়ের ব্যাকগ্রাউন্ডে হলুদ রং দিয়ে লেখা হয়েছে হোর্ডিং-ব্যানার-পোস্টার। আর সেটা ছড়িয়ে পড়েছে শহরের রাজপথ থেকে গলিপথ, মেট্রো স্টেশনের মোড় থেকে রেল স্টেশনের মোড় সর্বত্র ছড়িয়ে পড়েছে বিজেপির এই নতুন পোস্টার। আর তাই নিয়ে নতুন করে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে শহরে।
বিধানসভা ভোটের প্রচারে এক রকম নতুন কৌশল নিতে শুরু করে দিয়েছেন মোদী -শাহরা তা বলাই যায়। মমতা যত মেজাজ হারাচ্ছেন, বিজেপিকে তীব্র আক্রমণ করছেন। কড়া ভাষা ব্যবহার করছেন বিজেপির বিরুদ্ধে। তারাও সেটাকেই হাতিয়ার করছে।