Homeএখন খবরনির্বাচনের সকালে মিলল খুনের খবর, হুগলিতে বিজেপি কর্মীর স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেপ্তার...

নির্বাচনের সকালে মিলল খুনের খবর, হুগলিতে বিজেপি কর্মীর স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক: তৃতীয় দফার নির্বাচনের সকালে হুগলির গোঘাটে বিজেপি কর্মীর স্ত্রীকে খুনের ঘটনা সামনে এল। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। প্রার্থীর অভিযোগ, এলাকায় রাজনৈতিক হিংসার সম্ভাবনার কথা বার বার প্রশাসনকে জানালেও কাজ হয়নি।

বিজেপির অভিযোগ, সোমবার রাতে গোঘাটের খুশিগঞ্জে বিজেপি কর্মীকে মারধর করতে আসে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। স্বামীকে মারধর করতে দেখে ছুটে যান স্ত্রী। তখন তাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতিরা বলে অভিযোগ। সেই মারেই মৃত্যু হয় মহিলার।

খবর পেয়ে সকালে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। পুলিশ দেহ উদ্ধারে গেলে প্রথমে বিক্ষোভ হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্বনাথের অভিযোগ, বাঁকুড়া ও মেদিনীপুরের সীমান্ত লাগোয়া ওই এলাকায় গত কয়েকদিন ধরে অন্য জেলা থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা সন্ত্রাস চালাচ্ছিল। সেকথা প্রশাসনকে জানিয়েও পদক্ষেপ নেয়নি প্রশাসন। তৃণমূল প্রার্থী মানস মজুমদারের নেতৃত্বে সোমবার রাতে তারাই বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বিজেপি সমর্থকের ছেলেকে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে তৃণমূল প্রার্থী মানস মজুমদার জানান, তৃণমুলের ওপর জোর করে দায় চাপানো হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হয়েছে ৩ জন।

RELATED ARTICLES

Most Popular