Homeরাজ্যউত্তরবঙ্গভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা

ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা

নিউজ ডেস্ক: ফের ভূমিকম্পের আতঙ্ক শহর শিলিগুড়িতে।সোমবার রাত ৮টা ৪৯ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি। ঘটনাকে ঘিরে এদিন আতঙ্কিত হয়ে পড়েন শহরের বাসিন্দারা। শিলিগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও তেমন কোনও খবর মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪ রিখটার। ভূমিকম্পের উৎসস্থল গ্যাংটক থেকে ২৫ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্বে।

এদিন শিলিগুড়ির পাশাপাশি কোচবিহারেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৮টা ৪৯ মিনিট নাগাদ কোচবিহার সহ পার্শ্ববর্তী বেশকিছু এলাকায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন বহু সংখ্যক মানুষ। যদিও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া বিহারের কিশনগঞ্জে ভূমিকম্প হয়েছে।

RELATED ARTICLES

Most Popular