Homeএখন খবরখড়গপুর পুলিশের নাকের ডগায় গাঁজার কারবার, চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২...

খড়গপুর পুলিশের নাকের ডগায় গাঁজার কারবার, চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ মহিলা, অন্য ঘটনায় গ্রেপ্তার ৫ ডাকাতও

নিজস্ব সংবাদদাতা: এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা। খোদ অতিরিক্ত পুলিশ সুপারের অফিস থেকে ঢিল ছোঁড়া দুরত্বে গাঁজার কারবারের দায়ে গ্রেপ্তার হল দুই মহিলা। উদ্ধার হয়েছে চার কেজি গাঁজাও। পুলিশ জানিয়েছে প্রাথমিক ভাবে উদ্ধার হওয়া গাঁজার মূল্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা।
উল্লেখ্য নিজস্ব সুত্র মারফৎ খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ শুক্রবার হানা দেয় খড়গপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে। আর এই বাস স্ট্যান্ড লাগোয়াই অতিরিক্ত পুলিশ সুপার খড়গপুর এবং খড়গপুর পুলিশের সার্কেল ইনসপেক্টরের অফিস।

আবার এখানেই অফিস রয়েছে রেল পুলিশের খড়গপুর জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারদের অফিসও। স্বাভাবিক ভাবেই এমন এলাকাতেই গাঁজার করবার চলত জানতে পেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পুলিশ জানিয়েছে মূলত প্রতিবেশি রাজ্য ওড়িশা থেকে খুব বেশি পরিমানে গাঁজা আসে এই রাজ্যে। আর কিছু আসে ঝাড়খন্ড থেকে। সাধারন ভাবে সড়ক পথে এই কারবার হলেও ট্রেনে করে চোরাগোপ্তা গাঁজাও আসে বেশ ভাল পরিমানে। ট্রেন থেকে কিছু গাঁজা স্টেশন আর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গাঁজার কারবারীদের কাছে রাখা হত, পরে নিরাপদ সময়ে তা সরিয়ে নিয়ে যেত পেডলার বা গাঁজার খুচরো বিক্রেতারা।

সেরকমই উদ্দেশ্য নিয়ে চার কেজির গাঁজার প্যাকেট রেখেছিল ওই দুই মহিলা যা সরিয়ে ফেলার আগেই পুলিশ হানা দেয়। গ্রেপ্তার হওয়া দুই মহিলার নাম মনোয়ারা বিবি ও মামনি বিবি।
আবার এদিনই রাত্রে দ্বিতীয় সাফল্য আসে পুলিশের। খড়গপুর বাস স্ট্যান্ড থেকে কয়েক ফারলং দুরত্বে ট্রাফিক এলাকার কল্যানমন্ডপের পেছন থেকে ডাকাতির উদ্দেশ্যে
জড়ো হওয়া ৫ দুস্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছে দরজা ও তালা ভাঙার লোহার সরঞ্জাম , শাবল, লোহার চেন, ভোজালি উদ্ধার করে পুলিশ। কয়েকজন অবশ্য পালাতে সক্ষম হয়। ধৃতরা খড়গপুর শহরেরই বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

RELATED ARTICLES

Most Popular