Homeএখন খবরদিল্লী ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ

দিল্লী ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ

নিউজ ডেস্ক: দিল্লী ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। বেশ কিছুদিন আগে শ্রেয়স আইয়ার ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান। ফলে আসন্ন আইপিএল মরশুম থেকে ছিটকে যান তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শ্রেয়সের। নিয়মিত অধিনায়ক মাঠের বাইরে চলে যাওয়ায় নতুন মরশুমের জন্য নতুন নেতা বেছে নিতে হতো দিল্লীকে। সেই মতো মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজির তরফে আসন্ন আইপিএল মরশুমের জন্য নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়।

এবার শ্রেয়স আইয়ারের জায়গায় দিল্লী ক্যাপিটালসের নতুন নেতা ঋষভ পন্থ। ঋষভ পন্থ শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে আসন্ন আইপিএলে দিল্লী ক্যাপিটালসের নেতৃত্ব দেবে। দিল্লি ক্যাপিটালস গত মঙ্গলবার সরকারি ভাবে বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।

মঙ্গলবার নেট মাধ্যমে দলের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস বিবৃতিতে দিল্লী ক্যাপিটালসের সভাপতি কিরণ কুমার গান্ধি বলেন, ‘‘শ্রেয়সের অধিনায়কত্বে আমাদের দল নতুন একটা উচ্চতায় উঠেছিল। ওকে আমাদের মনে পড়বে। ওর অনুপস্থিতিতে ঋষভ অধিনায়কত্ব করবে। আমি ওর সাফল্য কামনা করি। আশা করব শ্রেয়সও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে।’’

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসের আর এক কর্ণধার পার্থ জিন্দল বলেন, ‘‘আমরা সব সময় ভয়ডরহীন ক্রিকেটে বিশ্বাস করি। আর ঋষভ সেই ধরনের ক্রিকেটটাই খেলে এসেছে দারুণ সফল্যের সঙ্গে। দিল্লি দলের একটা বড় অবদান রয়েছে ক্রিকেটার হিসেবে ওর তৈরি হওয়ার পেছনে। আমি ঋষভের সাফল্য কামনা করি।’’

ঋষভও জানিয়েছেন, ‘‘আমি আজ থেকে ছয় বছর আগে আইপিএলে খেলা শুরু করেছিলাম। দিল্লিতেই আমি ছোট থেকে খেলেছি। আমার স্বপ্ন ছিল দলকে নেতৃত্ব দেওয়া। সেটা করতে পেরে আমি খুশি। আমি নিজের সেরাটা দিয়ে এই দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।’’

RELATED ARTICLES

Most Popular