নিউজ ডেস্ক: বাঙালির প্রিয় বসন্ত উৎসব খুব সামনেই।দোলের আগে কেমন থাকবে আবহাওয়া, জানালো আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। বাড়ছে রোদের তীব্রতা। আবার সামনেই হোলি, বৃষ্টির কি দেখা মিলবে হোলিতে?
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে থাকা পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থানের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধুমাত্র ভারী বৃষ্টিপাতই নয়, সেইসঙ্গে শিলাবৃষ্টি এবং তাপমাত্রা বেশকিছুটা কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর-লাদাখের বেশকিছু জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিম উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লীতেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। তবে বাংলার দিকে বৃষ্টির কোন খবর আপাতত জানায়নি আবহাওয়াবিদরা। আদৌ কবে আসবে সে বিষয়ে কোন খবর নেই।
আজ বুধবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে মূলত রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।