নিউজ ডেস্ক: “খেলা হবে” স্লোগানে ছড়িয়েছে সন্ত্রাস।এমন দাবী সামনে এনে তৃণমূল কংগ্রেস ছাড়লেন ময়নাগুড়ি ১ নং ব্লক তৃণমুল ছাত্র পরিষদের সভাপতি মুকুন্দ অধিকারী সহ প্রায় ৩০ জন ছাত্র নেতা। তাদের দাবী এই স্লোগান শুধুমাত্র সন্ত্রাসের বাতাবরণ তৈরী করেছে।
রবিবার ময়নাগুড়িতে এক সাংবাদিক সম্মেলন করে তারা একথা জানিয়ে দল ত্যাগ করেন। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতারা যে ভাষায় কথা বলছেন এবং নির্বাচনী প্রচার চালাচ্ছেন তাতে এক সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। আর এটা আমরা সাধারণ যুবকরা মেনে নিতে পারছিনা।নির্বাচনী প্রচার খেলা হবে খেলা হবে এই স্লোগান সহ ডিজে বাজিয়ে প্রচার করার মধ্য দিয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। তাই সাধারণ জীবন সুস্থ-সবল রাজনীতি করতে পারে সে জন্যই তারা এদিন দল ছাড়লেন বলে জানিয়েছেন। এমনকি এই অবস্থার কারনে তারা পরবর্তীতে রাজনীতিতে যোগদান করবেন কি না তা এখনো সিধান্ত নেন নি তারা। এদিনের এই সাংবাদিক বৈঠকে মুকুন্দ অধিকারী বলেন, “তৃণমূল কংগ্রেসের একুশের নির্বাচনকে কেন্দ্র করে যে আদর্শনীতি তার সাথে আমরা মানিয়ে উঠতে পারছি না। যেভাবে উচ্চ পদস্থ নেতারা ভাষার সন্ত্রাস তৈরি করছে তা দেখে আগামী প্রজন্ম রাজনীতি করতে চাইবে না। তাই আমরা দল ত্যাগ করে সমাজকে বার্তা দিতে চাই যারাই ভাষার সন্ত্রাস করুক তাদের বিরুদ্ধে বিরোধিতা করে রুখে দাঁড়াতে হবে।”
এই বিষয়ে ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ রায় বলেন, “জেলার ছাত্র সভাপতি হয়তো কিছু রদ বদল করেছেন যার জন্য মনের মধ্যে কোনো মান অভিমান রয়েছে। এই কারনেই হয়তো তারা দল ত্যাগ করে বসে থাকবে। কিন্তূ আমি তাদের সাথে আলোচনায় বসে ভোটে নামবো। তারা তৃণমূলেরই কর্মী। “