Homeরাজ্যউত্তরবঙ্গভোটের মুখে কোনও ছুটি নয়,১০ মে পর্যন্ত পুলিশকর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা জারি,...

ভোটের মুখে কোনও ছুটি নয়,১০ মে পর্যন্ত পুলিশকর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা জারি, জানালেন কলকাতা পুলিশ কমিশনার

 

নিউজ ডেস্ক: একুশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। তারপর থেকেই তৎপর রাজ্য পুলিশ। আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে রাজ্যে৷ এরমধ্যেই আগামী ১০ মে পর্যন্ত সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করল লালবাজার৷ কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছেন৷

 

আগামী ৭ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সমস্ত পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ বিশেষ জরুরি পরিস্থিতি না হলে ছুটি মিলবে না। আসন্ন বিধানসভা ভোটের কারণেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

 

অন্যদিকে, ভোট ঘোষণার পরই রাজ্য পুলিশ প্রশাসনে রদবদল করল নির্বাচন কমিশন। এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমকে পাঠানো হয়েছে দমকল বিভাগে। তিনি দমকলের ডিজি পদে বহাল হয়েছেন৷ জাভেদ শামিমের জায়গায় আনা হয়েছে জগমোহনকে। তিনি এতদিন দমকলের ডিজির পদ সামলেছেন।

 

কিছুদিন আগেই নবান্নের তরফে কলকাতা পুলিশের স্পেশাল পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা পদে বদলি করে নিয়ে আসা হয়েছিল জাভেদ শামিমকে। ফের বদলি হলেন তিনি। দমকল দফতরের ডিজি পদে থাকলে ভোটের কাজকর্মে কোনওভাবেই যুক্ত থাকতে পারবেন না জাভেদ শামিম।

 

রাজ্য পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ নিয়ে কমিশনের দ্বারস্থ হয় রাজ্য বিজেপির নেতৃত্বরা। অভিযোগ তোলা হয়েছে শহরের পুলিশ কমিশনারের বিরুদ্ধেও। গত চারদিন ধরে কলকাতার নগরপালের সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও অনুমতি মিলছে না বলে কমিশনে জানায় বিজেপি।

 

কমিশনের এই পদক্ষেপে বিজেপি-র হাত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘আমি আশ্চর্য। জাভেদ শামিম এবং জগমোহন দু’জনই রাজ্যের অন্যতম ভাল পুলিশ অফিসার। বিজেপির প্রতিনিধিদল নির্বাচনী দফতরে গেল। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হল। আমার মনে হচ্ছে এতে রাজনীতির ছোঁয়া আছে। যদি কমিশন কোনও দলের নির্দেশে এই পদক্ষেপ করে থাকে, তাহলে মানুষ ভরসা হারাবে।’

 

উল্লেখ্য,ভোট ঘোষণার কয়েকদিন আগেই কলকাতার পুলিশ কমিশনার পদে বদল ঘটানো হয়। অনুজ শর্মাকে সরিয়ে কলকাতার নগরপাল করা হয়েছে সৌমেন মিত্রকে।

RELATED ARTICLES

Most Popular