নিজস্ব সংবাদদাতা: গোষ্ঠী দ্বন্দ্বে জীর্ণ পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে তৃনমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ এক যুবকের। সৌভিক দোলাই নামে নিহত ওই যুবক তৃনমূলের এক নিষ্ঠ কর্মী ছিল বলে জানা গিয়েছে।
গোটা ঘটনার পেছনে তৃণমূলেরই একটি অংশ দাবি করেছেননা প্রত্যক্ষ
দর্ষঘটনাটি নারায়ণগড়ে মকরামপুরের কাছে অভিরামপুরে। বুধবার সন্ধ্যা নাগাদ তৃণমূলের গোষ্ঠীকোন্দলের উত্তাল হয়ে উঠে এলাকা।চলে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা। গুলিবিদ্ধ হন এক তৃণমূলকর্মী।পরে মৃত্যু হয় তার।মৃতের নাম সৌভিক দোলাই(২৬)।মৃত তৃণমূলকর্মী সৌভিক দোলাই
পাশাপাশি বোমার আঘাতে জখম হন আরও কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক।তাদেরকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় সৌভিকের
।প্রসঙ্গত মকরামপুরে তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত লক্ষ্মী শিটকে আবার দায়িত্ব দেয় দল।এরপর থেকে ক্ষুব্ধ হয়ে উঠে নাকফুড়ি মুর্মুর অনুগামী বলে খবর।এর পরেই আজ এ ঘটনা ঘটে,যাকেই কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর এলাকা । আহতরা জানিয়েছেন তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক। যদিও নারায়নগড় ব্লকের সভাপতি ঘটনা এড়িয়ে বলেন-বিজেপির চক্রান্ত।মিথ্যে ফাঁসানোর জন্যে এটা করছে।