নিউজ ডেস্ক: দেশ জুড়ে যখন পেট্রোল পাম্পে মূল্য বৃদ্ধির আগুন লেগে বসে রয়েছে তখন উল্টো পথে হাঁটতে চলেছে রাজ্য। তরল জ্বালানির ওপর রাজ্য সরকার গুলি লিটার পিছু যে সেস বসিয়ে থাকে তা প্রত্যাহার করছে রাজ্য সরকার। একুশের নির্বাচনের আগে রাজ্যবাসীর মুখে হাসি ফোটাতে যে কোনো খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার তা আরও একবার প্রমান করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন ঘোষণার পূর্বে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হচ্ছে প্রতিনিয়ত।এবারে তারই সঙ্গে যুক্ত হল আমজনতার রোজ দিনের প্রয়োজন পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস। সাধারণ মানুষের মুখের হাসি স্বাভাবিকভাবে আরও চওড়া হতে চলেছে।জ্বালানি তেলের দামের ওপর ১ টাকা সেস প্রত্যাহার করতে চলেছে রাজ্য সরকার। সোমবার ২২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে এই দর কার্যকর হবে। রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে। এরই মধ্যে জ্বালানি তেলের ওপর থেকে আংশিক সেস প্রত্যাহারের ঘোষণা করল রাজ্য। এদিন মধ্যরাত থেকে জ্বালানি তেলের দামে লিটারপিছু ১ টাকা সেস প্রত্যাহার করার ঘোষণা করেছে রাজ্য। এর ফলে পশ্চিমঙ্গে তেলের দাম লিটারে ১ টাকা করে কমতে চলেছে।
রবিবার কলকাতায় পেট্রোলের দাম ছুঁয়েছে ৯১.৭৮ টাকা। ডিজেলের দাম লিটারে ৮৪.৫৬ টাকা। বিজেপির দাবি, তেলের ওপর কর কমাক রাজ্য। পালটা তৃণমূলের দাবি ছিল, আগে কর প্রত্যাহার করুক কেন্দ্র। এই চাপানউতোরের মধ্যে রবিবার রাজ্যের তরফে আংশিক সেস প্রত্যাহারের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।