নিজস্ব সংবাদদাতা: তিন দিনের ধারাবাহিক বৃষ্টির ফলে উচ্চ অববাহিকার জল গড়িয়ে সুবর্নরেখা ফুলছিল এমনিতেই তারওপর ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়তে শুরু করায় এবার ফুঁসে উঠল নদি। শনিবার সকাল থেকেই নদি খাদের চরার অংশ ছাপিয়ে জল উঠতে শুরু করেছিল, বিকাল গড়াতেই পাড় ছুঁতে শুরু করেছে তা।
নদি তীরবর্তী এলাকার মানুষ জনদের কথায় এবছর যতবার নদীর জল বেড়েছে তার মধ্যে এবার সবচেয়ে বেশি। এমনকি ভরা বর্ষাতেও এই ভাবে নদিকে ফুলে ফেঁপে উঠতে দেখা যায়নি। স্বভাবতই চিন্তার ভাঁজ মানুষের কপালে। কোথাও কোথাও ভাঙনের চিহ্নও স্পষ্ট হয়ে দেখা দিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপীবল্লভপুর এর বিডিও দেবজ্যোতি পাত্র এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- সকাল থেকে গালুডি ব্যারেজ দুবার জল ছেড়েছে। সকাল আট টায় সময় একবার আর বারোটার দিকে একবার। দুবার মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে। তিনি এও জানান পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সব রকম তৈরি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নদি তীরবর্তী অঞ্চলে মাইকিং করে মানুষকে সতর্ক করা হচ্ছে। প্রশাসন সুত্রে খবর রাত ৯ টা থেকে ১০ টার দিকে বাড়তি জল গোপীবল্লভপুর এর এলাকা পার হবে সেই মতো প্রশাসন তৎপরতা বেড়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিকালেই নদির পাড় বরাবর বেশ কিছু সম্ভাব্য বিপজ্জনক অংশ খতিয়ে দেখতে বিডিও নিজেই পরিদর্শনে গিয়েছিলেন। প্রয়োজনীয় নির্দেশে দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকদের। রাতে আতঙ্কে রয়েছেন নদির পাড়ের মানুষজন। আলো ইত্যাদি জ্বালিয়ে চলছে রাত জাগার প্রস্তুতি।