নিজস্ব সংবাদদাতা: রবিবার, কালীপুজোর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল নারায়ণগড়ের একটি দোকান। আগুন লাগায় পুরোপুরি ছাই হয়ে যায়। বস্তুত এক টুকরো সুতোও বাঁচানো যায়নি এই পুড়ে যাওয়া দোকানটি থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্র অনুযায়ী আনুমানিক রাত পৌনে একটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় দোকানের মালিক পাড়ারই একটি ক্লাবের কালীপুজোয় ব্যস্ত ছিলেন। দোকানের পাশে অবস্থিত লোকজন চিৎকার করে খবর দেন দেওয়ার চেষ্টা করেন এবং তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকান বন্ধ থাকায় কিছু করতে পারেননি তারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পরে নারায়ণগড় থানা ও দমকলে খবর দেওয়া হয়। দুটি ইঞ্জিন এসে বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। নারায়ণগড় হাটের কাছে পারুলিয়াতে অবস্থিত স্টেশনারি দোকানটিতে পুজোর সময় বাজিও রাখা ছিল বলে এলাকাবাসীদের দাবি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে আগুন দ্রুত ছড়িয়েছে এমনটাই দাবি । পুড়েছে দোকানের সামনে রাখা একটি বাইকও। দোকানী মৃত্যুঞ্জয় পাত্র বলেন,” দোকান বন্ধ করে ঘুমোতে যাওয়ার পরেই আগুন লাগে। প্রায় তিনলক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে।” যদিও তিনি আতশবাজি রাখার কথা অস্বীকার করেছেন।