Homeএখন খবরতুরুপের তাস সেই কৃষক! ক্ষমতায় এলে বকেয়া সমেত মিটিয়ে দেব প্রধানমন্ত্রী কিষান...

তুরুপের তাস সেই কৃষক! ক্ষমতায় এলে বকেয়া সমেত মিটিয়ে দেব প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের টাকা; বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি মোদীর

অশ্লেষা চৌধুরী: কৃষক আন্দোলনে জেরবার নরেন্দ্র মোদি সরকার। পাঞ্জাব হরিয়ানায় কৃষক আন্দোলন নিয়ে ঘরে বাইরে ক্রমশ কোণঠাসা হচ্ছেন মোদি। যা নিয়ে ২০২১বিধানসভার আগে বাংলায় বিজেপি বিরোধী ঝড় তুলতে মরিয়া বিরোধীরা। বিশেষ করে শাসকদল তৃনমূল কংগ্রেস। বাংলায় তাই কৃষকের মন জোগাতে মরিয়া মোদির নতুন চাল তাই সেই কৃষক কল্যাণ। ক্ষমতায় এলে বকেয়া সমেত মিটিয়ে দেব প্রধানমন্ত্রী কিষান প্রকল্পের টাকা। হলদিয়ায় বললেন মোদি। তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষকদের জন্য দ্রুত সিদ্ধান্ত কার্যকরের ব্যবস্থা হবে।’ প্রধানমন্ত্রী এও জানান, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে বকেয়া সমেত পিএম কিষানের টাকা কৃষকদের মিটিয়ে দেবে।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার সময় দেশের ১০ কোটি কৃষকদের অ্যাকাউন্টে মোট ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা জমা করা হয়েছে। বাংলার কৃষকরাও এই সুবিধা পেতে পারতেন। কিন্তু এখানকার সরকার এই প্রকল্পই নিতে চায়নি। বাংলার মানুষ তাই মমতাদিকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তা বুঝেই সে নিয়ে কেন্দ্রকে চিঠি দেয় রাজ্য সরকার। কিন্তু সরাসরি কৃষকদের পিএম সম্মান নিধি প্রকল্পের সুযোগ দিতে চায় না তৃণমূল সরকার। শুধু ৬ হাজার কৃষকের নাম পাঠিয়েছিল তারা। কিন্তু তাঁদেরও টাকা দিতে পারছে না কেন্দ্র। কারণ তৃণমূল সরকার এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কেন্দ্রকে দেয়নি। এই সংবেদনহীনতা দেখছেন বাংলার কৃষক। কারা তাঁদের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে।‘

এর পরই কৃষকদের জন্য বড় ঘোষণা করেন মোদী। বলেন, ‘আমি মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বাংলার কৃষকদের এই প্রত্যয় দিতে চাই যে এই নির্বাচনের পরে ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা গড়বেনই। আর ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে ভারত সরকারের কৃষকদের জন্য যে প্রকল্প রয়েছে তা দ্রুত কার্যকরী করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শুধু তাই নয়, আমি বাংলার কৃষকদের কথা দিচ্ছি দেশের অন্যান্য কৃষকরা যে সুবিধা পেয়েছেন, যার থেকে আপনারা এতদিন বঞ্চিত রয়েছেন সেই বকেয়া টাকাও ভারত সরকার বাংলার কৃষকদের দিয়ে দেবে।’

এর আগে রাজ্য সফরে এসে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর আশ্বাস দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি জেপি নডডা। জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গৃহীত হবে সিদ্ধান্ত।

এবারে কথা হচ্ছে, পিএম কিষান নিধি যোজনা যদি কার্যকর হয়, আর বিজেপি যদি ক্ষমতায় আসে, তবে কত টাকা বকেয়া মেটাতে হবে! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পটি মোদি সরকার ২৪ শে ফেব্রুয়ারী ২০১৯- এ প্রচলন করেছিলেন এবং এটি ১ লা ডিসেম্বর, ২০১৮ থেকে প্রভাবিত হয়েছিল। এই প্রকল্পের আওতায় সরকার প্রতি বছর ক্ষুদ্র কৃষকদের তিন কিস্তিতে মোট ৬০০০ টাকা দিয়ে থাকেন। প্রথম কিস্তি ১ লা ডিসেম্বর থেকে ৩১ শে মার্চের মধ্যে, দ্বিতীয় কিস্তি সরাসরি ১ লা এপ্রিল থেকে ৩১ শে জুলাই এবং তৃতীয় কিস্তি ১ লা আগস্ট থেকে ৩০ শে নভেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। সেই হিসেবে ক্ষমতায় এলে বাংলায় যদি এই যোজনা চালু করা হয় তবে মাথা পিছু কৃষকদের প্রায় ১৫,০০০ করে বকেয়া মেটাতে হবে। আর সেই বকেয়া পরিশোধের প্রতিশ্রুতিই এদিন প্রধানমন্ত্রী বাংলার মাটিয়ে দাঁড়িয়ে দিলেন।

তবে, একদিকে যেখানে দিল্লীর সীমান্তে কৃষকেরা দীর্ঘদিন থেকে কৃষি আইন বাতিলের দাবী জানিয়ে অবস্থান বিক্ষোভে বসে আছেন, সেখানে তাঁদের কথার গুরুত্ব না দিয়ে প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের বিজেপি নেতৃত্ব বাংলার কৃষকদের মন জয় করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কখনও কৃষকদের বাড়ীতে গিয়ে মধ্যাহ্ন ভোজন সারছেন, তো কখনও আবার কৃষকদের ঘর থেকে শষ্য সংগ্রহ করছেন! আর আজ ক্ষমতায় এলে দীর্ঘ প্রায় ৩০ মাসের বকেয়া কৃষকদের মিটিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন, তাহলে বাংলার শাসক শিবিরকে এই প্রকল্প নিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে দোষারোপ প্রধানমন্ত্রী করছেন, তোপ দাগছেন বঙ্গ সরকারের উদ্দেশ্যে, তিনিও কী একই কাজ করছেন না! প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তার উত্তরও মোদি হলদিয়ার সভায় দিয়েছেন। দেশের কৃষকদের বিভ্রান্ত করছে এক শ্রেণীর শক্তি বলে তোপ দেগেছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular