Homeএখন খবরসোনার দামে ব্যাপক পতন, হাসি ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখেই

সোনার দামে ব্যাপক পতন, হাসি ক্রেতা থেকে বিক্রেতা সকলের মুখেই

নিউজ ডেস্ক: ৫ দিন ধরে ক্রমশই নিম্নমুখী হলুদ ধাতু। জানুয়ারি মাস থেকে কিছুটা কমতে শুরু করলেও ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে আরও কমতে শুরু করেছে সোনার দাম। সেই সাথেই কমেছে রূপার দামও।

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দশ গ্রামের দাম কমে দাঁড়ায় ৪৮৫৮০ টাকা, যা ১লা ফেব্রুয়ারি ছিল ৫০,৪৪৫ টাকায়। সোনার দামের সঙ্গেই কমছে রূপোর দামও। ফেব্রুয়ারির প্রথম ৫ দিনই রূপোর দাম নিয়মিত কমেছে। ১লা ফেব্রুয়ারি কলকাতায় এক কেজি রূপোর দাম ছিল ৭৩,৩০০ টাকা। এদিন সেই দাম কমে দাঁড়িয়েছে ৬৭,৩০০ টাকা।

স্বর্ণব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সোনার ওপর আমদানি শুল্ক এবং জিএসটি কমানোর দাবী করে আসছিলেন। এবারের বাজেটে সোনার আমদানি শুল্কে ২ শতাংশ মত ছাড় দেওয়াতেই সোনার দাম কমছে বলে মনে করছেন স্বর্ণশিল্প বাঁচাও কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে। তাঁর মতে দাম কমে যেমন সাধারণ মানুষ উপকৃত হবেন তেমনই এতে ঘুর পথে সোনা আমদানির প্রবণতা কমবে। তার ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে।

সোনার দাম কমায় খুশি ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। প্রত্যেকেই আরও কিছুটা দাম কমার প্রতীক্ষা করছেন। তবে ব্যবসায়ীদের মতে জিএসটি তে আরও কিছুটা ছাড় পাওয়া গেলে সামগ্রীক ভাবে উপকৃত হবে সোনার ব্যবসা।

কলকাতার পাশাপাশি রাজধানী দিল্লীতে এদিন সোনার দাম কমে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম ৪৭,১৩৫ টাকা ৷ অর্থাৎ প্রায় ৩২২ টাকা কমেছে দাম ৷ এই নিয়ে টানা চার দিন ধরে কমল সোনার দাম ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দর প্রতি আউন্স ১৮২৫ টাকা এবং রুপোর দাম ২৬.৬১ টাকা প্রতি আউন্স ৷ ফেব্রুয়ারি মাসের প্রথম ৫ দিনে ধারাবাহিক সোনার দামের পতনে স্বাভাবিক ভাবেই হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখেও।

RELATED ARTICLES

Most Popular