নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার রাতে খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় একটি মাটির বাড়ি ভেঙে আহত হলেন এক আসন্ন প্রসবা সমেত তিনজন। স্থানীয়রাই উদ্ধার করে ওই মহিলা সহ বাকিদের হাসপাতালে নিয়ে যান। জানা গেছে ওই গর্ভবতীর আঘাত গুরুতর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এলাকাটি খড়গপুর গ্রামীন থানার অন্তর্ভুক্ত হলেও খড়গপুর পৌরসভার অন্তর্গত ১১নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। মালঞ্চ শ্মশানের ঠিক পেছনেই অবস্থিত পুরোনো আমলের আরও কয়েকটি বাড়ির অবস্থাও আশংকাজনক অবস্থাতে থাকতে দেখা গেল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বাড়িগুলির কয়েকটিও যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে যে কোনও বাড়ি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দা অজয় চ্যাটার্জি জানিয়েছেন, ‘ওই বাড়িটির মালিক তুলসি বেরার। তিনি নিজে শারীরিক সমস্যায় ভুগছেন। কাজকর্ম করতে পারেননা। ওনার স্ত্রী লোকের বাড়িতে কাজ কর্ম করেন। রাত ৯টা নাগাদ যখন ওই পরিবার বাড়িতে আসা আত্মীয় স্বজনদের সঙ্গে বসে গল্প করছিলেন তখনই ছাদের কাঠামো সমেত হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়িটি।
আওয়াজ পেয়েই প্রতিবেশিরা প্রথমে ছুটে যান । ভাঙা বাড়ির ভেতরে তখন আটকে পড়া আহতদের আর্তনাদ। প্রতিবেশিরাই প্রায় ১ঘন্টার চেষ্টায় বাড়ির ভেতর থেকে উদ্ধার করেনা চার মহিলা সমেত ৬জনকে। এঁদের মধ্যে একজন আসন্ন প্রসবা ও শিশুও ছিল।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করতে যান বিজেপি নেতা তথা খড়গপুর সদর বিধানসভা নির্বাচনি ক্ষেত্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। তিনি বলেন, ”প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে কেন্দ্রের সরকার যখন শহরাঞ্চলের দরিদ্র মানুষদের জন্য পাকা বাড়ি তৈরি করার জন্য টাকা বরাদ্দ করছেন তখন খড়গপুরের তৃণমূল পৌর বোর্ড তা কায়েমী স্বার্থে ব্যবহার করছে। যার প্রয়োজন নেই এমন পরিবারে একাধিক বাড়ি বরাদ্দ করা হচ্ছে অথচ এই পরিবারের গরীব মানুষগুলো বাড়ি পাচ্ছেনা।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই গর্ভবর্তী মহিলা সহ ৩জন বর্তমানে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। গর্ভিণীর বুকে জোরালো আঘাত রয়েছে বলেই জানা গিয়েছে।