নিউজ ডেস্ক : অধিবেশনের প্রথম দিনে উত্তাল বিধানসভা চত্বর। বুধবার প্রায় ৫০ জন আন্দোলনরত শিক্ষিকা বিধানসভার উত্তর দিকে ভিভিআইপি গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। চড়ে বসেন গেটের ওপরে। পর্যাপ্ত মহিলা কর্মী না থাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকর্মীদের।
শিক্ষক ঐক্য মঞ্চ নামে সংগঠনের সদস্যরা বুধবার সকাল ১১টার দিকে বিধানসভার ভিভিআইপি গেটের সামনে পৌঁছে যান। বিক্ষোভকারীদের নিয়ে পুলিশের কাছে কোনও খবরই ছিল না। হঠাৎই সংগঠনের পতাকা বার করে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ৫০ জন মহিলা।
বিধানসভায় মোতায়েন মহিলা পুলিশকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। এর পর হেয়ার স্ট্রিট থানায় খবর যায়। কলকাতা পুলিশের তরফে পাঠানো হয় বাড়তি মহিলা পুলিশ বাহিনী। এর পর টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের ভ্যানে তোলেন পুলিশকর্মীরা। দীর্ঘক্ষণ প্রয়াসের পর নামানো হয় গেটে চড়ে বসা শিক্ষিকাদের।
ঘটনায় বিধানসভার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।