Homeএখন খবরপ্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর র‍্যালির সমর্থনে খড়গপুর মেদিনীপুরে বামেদের পাশাপাশি অন্যান্য...

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর র‍্যালির সমর্থনে খড়গপুর মেদিনীপুরে বামেদের পাশাপাশি অন্যান্য সংগঠন

নিজস্ব সংবাদদাতা: ৭২তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর প্যারেডের সমর্থনে খড়গপুর ও মেদিনীপুর শহরেও রাস্তায় নামলেন বাম-কংগ্রেস কর্মীরা। পাশাপাশি আরও কয়েকটি সংগঠন এদিন মিছিল কিংবা সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নিয়েছে। এদিন মেদিনীপুর শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে র‍্যালিতে অংশ নিয়েছেন বামপন্থী সংগঠনগুলি। প্রতীক হিসেবে তাঁরা মিছিলের সামনে রেখেছিলেন কয়েকটি ট্রাক্টরকে। মেদিনীপুর শহরের কাঁসাইব্রিজ সংলগ্ন ক্ষুদিরাম পার্ক সংলগ্ন আমতলা থেকে মিছিল শুরু হয় ক্ষুদিরামের পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান করে। এরপর মেদিনীপুর শহরের রিং রোডে ধরে মিছিল এগিয়ে চলে জজকোর্ট, কেরানিতলা, এলআইসি,গোলকুয়াচক, বটতলা, নানুরচক, স্টেডিয়াম হয়ে গান্ধীমূর্তির পাদদেশে মিছিল শেষ হয়। কয়েক কিলোমিটার বিস্তৃত এই মিছিলে কয়েকশ তরুণ ছিলেন বাইক নিয়ে। মিছিলের নেতৃত্বে সিপিএম পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর তাপস সিনহা, কীর্তিদে বক্সী প্রমুখরা নেতৃত্ব দেন।

এদিন খড়গপুর শহরে দুটি মিছিল হয়েছে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে। খড়্গপুর শহরে পুরী গেট থেকে তালবাগিচা পর্যন্ত মহামিছিল হেঁটেছে আইআইটি বাইপাস হয়ে ডিভিসি বাজার হয়ে। দিল্লিতে ট্রাক্টর মিছিলের সমর্থনে এই মিছিলে গ্রামীন খড়গপুরের কৃষকরা প্রতীকি হিসাবে ব্যবহার করেছেন গরুর গাড়ি। লালপতাকার পাশাপাশি তেরঙা পতাকায় সজ্জিত গরুর গাড়ির পেছনেইছিল এক সুসজ্জিত বর্ণাঢ্য ভিড়ে ঠাসা মিছিল। সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক তরুণ রায়, সম্পাদক মন্ডলীর সদস্য বিজয় পাল, সিপিআই রাজ্য নেতা বিপ্লব ভট্ট ছাড়া খড়গপুর শহরের সিপিএম নেতা সবুজ ঘোড়াই, স্মৃতিকণা দেবনাথ ও অমিতাভ দাস প্রমুখরা নেতৃত্বে ছিলেন।
খড়গপুর শহরের অপর প্রান্তে “আমরা বামপন্থী” র উদ্যোগে একটি ভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয় মিছিল ছাড়াও। তাঁরা ট্রাক্টরর ও কৃষকের লাঙল নিয়ে সুসজ্জিত মিছিল করেন খরিদা থেকে মালঞ্চা সুপার মার্কেট পর্যন্ত। এরপর রিলায়েন্সর পোষাক বিপণি সংস্থা রিলায়েন্স ট্রেন্ডসের সামনে মোদি সরকারের ও আম্বানি, আদানির সখ্যতার বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। আমরা বামপন্থীদের নেতৃত্বে খড়গপুরের সাধারণ মানুষো এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। যুবকদের একটি দল গানের মাধ্যমে কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়ান। উপস্থিত ছিলেন আমরা বামপন্থীর খড়গপুর সংগঠক মনোজ ধর, অনিল দাস, প্রদীপ ধর প্রমুখরা। খড়গপুর শহরের শিখ সম্প্রদায়ের একটি অংশ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিন রাজ্য জুড়েই এধরনের ব্যতিক্রমী মিছিল, পদযাত্রা দেখেছেন মানুষ।

RELATED ARTICLES

Most Popular