Homeএখন খবরপ্রদীপেই ভরসা প্রদীপের, আপাত ঐক্যের মুখ খড়গপুর তৃণমূলে

প্রদীপেই ভরসা প্রদীপের, আপাত ঐক্যের মুখ খড়গপুর তৃণমূলে

শ্রীরাম চরনামৃত খেয়েই মনোনয়নে প্রদীপ 

নিজস্ব সংবাদদাতা: বিজেপির অভিমানী প্রবীন নেতা প্রদীপ পট্টনায়কের সঙ্গেই নাকি প্রধান লড়াই তাঁর! এমনটাই দাবি করলেন খড়গপুর সদর উপনির্বাচনের তৃনমূল প্রার্থী তথা খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। সোমবার খড়গপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে এসে সরকারের দাবি, ”বর্তমান বিজেপি নয় আমার লড়াই হবে আসল বিজেপি প্রদীপ পট্টনায়কের সঙ্গেই।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রদীপের এই বক্তব্য রাজনীতিতে অর্বাচীনের বক্তব্য বলেই প্রাথমিক ভাবে মনে হয় কারন বর্তমান যুগে এটা একটা শিশুও জানে যে এই সময়ে দাঁড়িয়ে কোনও ব্যক্তি দলকে এড়িয়ে গিয়ে একক লড়াই দিতে পারেনা যদি তা পারত তবে তাঁরই দলের আসল ‘তৃনমূল’ জহর পাল কিংবা দেবাশিস চৌধুরীরা দলকে বাদ দিয়ে প্রার্থী হয়ে যেতেন এবং হাসতে হাসতে জিতেও যেতেন কারন তাঁরা দলে প্রদীপের চেয়ে প্রবীন এবং দলীয় কর্মীদের কাছে জনপ্রিয়ও বটে।

প্রদীপ সরকারের কাটআউট নিয়ে উল্লসিত কর্মীরা 

আসলে প্রদীপ সরকার সত্যি সত্যি বিজেপিকে ভয় পাচ্ছেন আর পাচ্ছেন বলেই প্রতিদ্বন্দ্বীর অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। তিনি চাইছেন প্রদীপ পট্টনায়কের দিকে ভোটটা যাক যাতে বিজেপির টিকিট পাওয়া প্রার্থীর ভোট কম হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার মনোনয়ন পত্র পেশের সময় অবশ্য ঐক্যের মুখ তুলে ধরতে সক্ষম হয়েছে তৃণমূল। শহরের চারটি গোষ্ঠির নেতারা ব্যাজার মুখ নিয়ে হলেও হাজির হয়েছিলেন মনোনয়নে যদিও সেই সব নেতাদের সার্বিক টিম ময়দানে নামেনি আজও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ভিড় বাড়াতে শহর লাগোয়া গ্রাম তো বটেই, ৪০কিলোমিটার দুরের নারায়নগড় থেকেও এসেছিলেন ‘উৎসাহী’ তৃণমূল কর্মীরা। এসেছে ভলবো বাস। যদিও প্রদীপের দাবি নিমপুরার এলাকার মানুষদের আনতে বাস করতে হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবারই মনোনয়ন পত্র দাখিল করতে এসে বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল জানিয়েছেন, ”মনোনয়নের দিনই যাঁদের বাইরে থেকে লোক আনতে হয় নির্বাচনের দিন তাঁরা কি করবে সেটাই আশংকার।” 

RELATED ARTICLES

Most Popular