Homeএখন খবরমেননের অনুরোধ ফেরালেন পট্টনায়ক, শক্ত ভিতেই দাঁড়িয়ে বিজেপি বাঁচাও কমিটি

মেননের অনুরোধ ফেরালেন পট্টনায়ক, শক্ত ভিতেই দাঁড়িয়ে বিজেপি বাঁচাও কমিটি

নিজস্ব সংবাদদাতা: বিজেপির প্রবীন নেতা কেন্দ্র কমিটির প্রবীন নেতা অরবিন্দ মেননের অনুরোধ ফিরিয়ে দিলেন প্রদীপ পট্টনায়ক। অভিমানি খড়গপুর বিজেপির এই নেতা জানিয়ে দিলেন তাঁর পক্ষে এই লড়াই ছেড়ে বেরিয়ে আসা আর সম্ভব নয় কারন অগনিত কর্মী তাঁর সঙ্গে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। এই অবস্থায় ফিরে এলে তাঁদের প্রতি বিশ্বাসঘাতকতা করা হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মেনন সর্বশক্তি দিয়ে পট্টনায়ককে দলের বর্তমান অবস্থান ও ২০২১য়ের বিধানসভা নির্বাচনে দলের রাজ্য জয়ের সম্ভাবনা সবই ব্যাখ্যা করেছেন। এমনকি এও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে দল থেকে বিচ্ছিন্ন হয়ে লড়াই জেতা যায়না। যদিও প্রদীপ পট্টনায়ক পাল্টা জানিয়েছেন যে, পাঁচবার বিধায়ক ও একবার সাংসদ পদে দলা তাকে লড়াইয়ে নামিয়েছিল জিতবেনা জেনেও। পট্টনায়ক বলেন, ” লড়াই লড়াই-ই, অন্যায়ের বিরুদ্ধে সেদিনও লড়েছি আজও লড়ব। হারা জেতা পরের কথা।” এরপরই রণে ভঙ্গ দেন মেনন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবশ্য শুধুই মেনন নয়, বিজেপির অন্য দুই পর্যবেক্ষক হুকুম চাঁদ গুপ্তা ও সঞ্জয় সিংহও গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে গেছেন পট্টনায়ককে লড়াই থেকে সরিয়ে আনতে কিন্তু পট্টনায়কের সাফ জবাব, প্রেমচাঁদ ঝা মনোনয়ন দেওয়ার পরের দিনই মনোনয়ন দেবেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনা এটাই যে পিছিয়ে আসার উপায় নেই পট্টনায়কের কারন প্রেমচাঁদ ঝাকে প্রার্থী করার পর থেকেই বিদ্রোহের ঢল নেমেছে দলে। তলে তলে সংগঠিত হয়েছে তাঁরা। বিজেপি বাঁচাও কমিটির ব্যানারে তৈরি হয়েছে ছোট ছোট গোপন কমিটি। অটল বিহারী বাজপেয়ি, শ্যামাপ্রসাদ মুখার্জীর ছবি দিয়ে তৈরি হয়েছে লাখো লাখো পোষ্টার আর ফ্লেক্স।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রেমচাঁদ ঝা মনোনয়ন জমা দেওয়ার পরেই শহর জুড়ে ছড়িয়ে পড়বে তা। শহরের প্রতিটি টোটোতে লাগানো হবে দুই বাই তিন ফুটের সেই ফ্লেক্স। অনামি গৌরী সেনের দল জোগাচ্ছে টাকা। অবশ্য সেই গৌরী সেনদের মধ্যে শুধুই ঘর শত্রু বিভীষনই নয় রয়েছে খোদ শত্রু পক্ষও তানিয়ে চলছে চর্চা ।

RELATED ARTICLES

Most Popular