Homeএখন খবরগোপীবল্লভপুরের আকাশে লাল মেঘ! আতঙ্ক ছড়াল মানুষের মধ্যে

গোপীবল্লভপুরের আকাশে লাল মেঘ! আতঙ্ক ছড়াল মানুষের মধ্যে

  নিজস্ব সংবাদদাতা: শনিবার বিকালে গোপীবল্লভপুরের আকাশে এক বিচিত্র রঙ রীতিমত আতঙ্ক ছড়াল জনতার মধ্যে। লাল ও গোলাপী আভা মিশ্রিত ওই রঙ পশ্চিম আকাশে স্থায়ী হয়েছিল প্রায় ২০মিনিট মত।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এমনিতেই ঘূর্ণিঝড় বুলবুল এর নিয়ে শঙ্কা ছিল মানু্ষের মধ্যে যা কিনা শনিবার  সকাল থেকে আরও জোরালো হয়ে ঝড় শুরু হওয়ার পর, প্রায় সারাদিন দেখা মেলেনি সুর্যের। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হাওয়ার দাপট সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি।

এরই মধ্যে আজ বিকেল গড়িয়ে  সন্ধ্যার মুখে গোপীবল্লভপুরের আকাশ হঠাৎ রক্তাভ লাল রঙের দেখাতে থাকে। আকাশের এই রং দেখে সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে এটা বুঝি প্রকৃতির কোন দূর্যোগ ঘটার প্রারম্ভিক অবস্থা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কারণ এই রকম আকাশের অবস্থা আগে কখনো এলাকার মানুষ চোখে দেখেনি। গভীর নিম্নচাপের আশংকার সাথে এই অদ্ভুত আকাশের রঙকে কেউ কেউ প্রলয়ের আভাষ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। 

অনেককেই দেখা যায় স্মার্ট ফোনে সেই আকাশের ছবি তুলে ফেসবুকে পোষ্ট করছেন। মুহূর্তে তা ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। মানুষের আগ্রহ উৎসুকতা আরও বাড়ে। যে যেমন পেরেছে ফাঁকা জায়গা খুঁজে আকাশ দেখার ভিড় জমায়। যদিও আকাশের এই অদ্ভুত রঙকে মেঘের তারতম্য বলে মনে করছেন অনেকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁরা জানিয়েছে বিকাল সাড়ে চারটার কিছু পরে কিছুক্ষনের জন্য আকাশ ফাঁকা হয় সেই সূর্য অস্তাচলে ছিল তারই উপরি ভাগের আভা মেঘের বিভিন্ন স্তরের ভেতর দিয়ে যাওয়ায় এই বিচিত্র বর্ন তৈরি হয়। নিম্নচাপের কারনে আকাশে একই সঙ্গে বিভিন্ন রূপের ও স্তরের মেঘ ছিল যা কিনা সচরাচর এক সাথে থাকেনা । সেই কারনেই  এই ছবি আকাশের দেখা গেছে।
ছবি ঋন-কল্যাণ প্রসাদ মাহাত 

RELATED ARTICLES

Most Popular