Homeএখন খবরখড়গপুরের রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী, শুরু এরিয়া ডোমিনেশন, পৃথক তালিকা দেবে বিজেপি

খড়গপুরের রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী, শুরু এরিয়া ডোমিনেশন, পৃথক তালিকা দেবে বিজেপি

নিজস্ব সংবাদদাতা: ২৫শে নভেম্বর উপ নির্বাচন খড়গপুরে। সেই উপনির্বাচনের আগে এলাকায় শান্তি শৃংখলা ও দুস্কৃতি দমনে এরিয়া ডোমিনেশন শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। সোমবার নিমপুরা এলাকায় রুটমার্চ করার পাশাপাশি রাস্তায় যাতায়ত কারী চারচাকা, বাইক ইত্যাদিতে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পাশাপাশি আসেপাশের বাসিন্দাদের নির্ভয়ে থাকার আশ্বাস দেন তারা।
উল্লেখ্য শনিবারই ১কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে শহরে। পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর আগের নির্বাচনগুলির তথ্য অনুযায়ী প্রাথমিক ভাবে কয়েকটি এলাকা বেছে নিয়ে এই টহলদারি শুরু করা হয়েছে বলে জানা গেছে। এরপর আরও বাহিনী ধাপে ধাপে আসবে এবং পুরো শহরের নিয়ন্ত্রন নেবে এমনটাই খবর।
সোমবার প্রাথমিক ভাবে ৯২জনের ওই বাহিনীর একটি অংশ যেমন নিমপুরার রাস্তায় টহল দিয়েছে, অন্য একটি ভাগের ইন্দা অংশে টহল দেবে বলে জানা গেছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে শহরে প্রবেশ মুখের সমস্ত রাস্তা দখল নেওয়ার পর ধিরে ধিরে শহরের অলিগলির দখল নেওয়া হবে।
যদিও কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে এবং কোন কোন এলাকায় টহল দেবে এবং নিয়ন্ত্রন নেবে এ নিয়ে বিজেপির মনে সন্দেহ রয়েছে বিস্তর। বিজেপির এক মণ্ডল সভাপতি জানিয়েছেন, ‘ কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের নিয়ন্ত্রনে থাকে। পুলিশই তাকে রাস্তা দেখায়। এক্ষেত্রে খড়গপুরের সমাজবিরোধি প্রবন এলাকা বিশেষ করে যা শাসকদলের নিয়ন্ত্রিত সেগুলি তাড়া এড়িয়ে যেতে পারে। খড়গপুর পুরসভা নির্বাচনের ইতিহাস বলছে কিভাবে সমাজ বিরোধি , পুলিশ আর শাসকদল এক সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যায়। আমরা তাই আমাদের দলীয় কর্মী সমর্থকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি এবং সেই মত আমরাও কমিশনের শীর্ষ কর্তাদের তালিকা দেব যাতে খড়গপুরের অপরাধ প্রবন এলাকাগুলির পর্যাপ্ত নিয়ন্ত্রন কেন্দ্রীয় বাহিনী নেয়।” 

RELATED ARTICLES

Most Popular