Homeএখন খবরদুস্কৃতি তাণ্ডব ঝাড়গ্রামে , মাথায় বন্দুক মেরে লুট ব্যবসায়ীর টাকা

দুস্কৃতি তাণ্ডব ঝাড়গ্রামে , মাথায় বন্দুক মেরে লুট ব্যবসায়ীর টাকা

ব্যবসায়ীর ভাই 

নিজস্ব সংবাদদাতা : এই টুকু ছোট শহর ঝাড়গ্রাম , তাতেই অবস্থা খারাপ ব্যবসায়ীর । জেলার সদর , পুলিশ সুপার , জেলা শাসকের অফিস আর আবাসন কিন্ত পরোয়া নেই দুস্কৃতিদের । কদিন আগেই ছিনিয়ে নিয়েছিল মহিলার গলার হার । তার কিনারা করার আগেই এক ব্যবসায়ীর মাথায় বন্দুকের বাট দিয়ে মের টাকা ছিনতাই ঝাড়গ্রাম শহরে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাত ৯টানাগাদ  ঘটনা টি ঘটে।বাছুরডোবা এলাকার ব্যাস্ততম রাস্তার ধারে পবন অাগরওয়ালের মুদি দোকান। দোকানের কর্মীদের ছুটি দিয়ে ক্যাশ মিলাচ্ছিলেন পবন আগরওয়াল। সেই সময় বাইকে করে মুখ ঢাকা অবস্থায় দুজন দোকানের সামনে দাড়ায় পেছনে বসা দুষ্কৃতি সোজা দোকানে ঢুকে বন্দুকের বাট দিয়ে পবন বাবির মাথায় আঘাত করে। অাহত পবন বাবু কিছু বোঝার আগেই ক্যাসের সমস্ত টাকা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শহরের মাঝখানে ৯টার সময় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা স্থলে এসডিপিও র নেতৃত্ত্বে তদন্ত শুরু করেছে।
একের পর এক এই দুস্কৃতি তাণ্ডবে আতঙ্কিত ব্যবসায়ী থেকে সাধারন মানুষ । রাত সাড়ে ন’টায় যে শহরে এ ঘটনা ঘটে সেটা শহর না জঙ্গল প্রশ্ন তুলছে মানুষ । 

RELATED ARTICLES

Most Popular