চলছে শ্বাস পরীক্ষা |
নিজস্ব সংবাদদাতা : গত ৭২দিনে সমুদ্রে তলিয়ে গেছিলেন ৭৪জন পর্যটক, মৃত্যু হয়েছে কয়েকজনেরও। আর এই ৭৪জনের মধ্যে ৭০ভাগই মদ খেয়ে সমুদ্রে নেমেছিলেন। এই মারাত্মক তথ্য হাতে আসার পর চমকে উঠেছে দিঘা পুলিশ। তাই রাজ্য কিংবা জাতীয় সড়কের বেপরোয়া বাইক কিংবা গাড়ি চালকদের মতই সমুদ্র স্নানে নামার আগে সন্দেহ ভাজন পর্যটকের ব্রেদ অ্যানালাইজার ব্যবহার করবে পুলিশ। এমনটাই জানা গেছে দিঘা পুলিশ সূত্রে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শীত আসছে। দিঘায় পর্যটন মরশুম শুরুর মুখে । আগামী চারমাস দিঘায় ঝাঁপিয়ে পড়বে পর্যটক। ভিড় থিক থিক দিঘায় বাড়বে উদ্দাম বেপরওয়া সমুদ্র স্নান। সেই স্নান যেন দুর্ঘটনা আর মৃত্যুর কারন হয়ে না দাঁড়ায় তাই এই সতর্কতা মূলক ব্যবস্থা বলে জানিয়েছে পুলিশ । প্রাথমিক ভাবে জোরদার প্রচারও শুরু হয়েছে এই বিশেষ অভিযানের আগে। মদ্যপ অবস্থায় কেউ যাতে সমুদ্রস্নানে না নামেন তার জন্য এই অভিযান শুরু করেছে পুলিশ।মদ্যপ অবস্থায় কেউ ধরা পড়লেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সমুদ্রস্নানে দুর্ঘটনা রুখতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে তারা।সমুদ্রে বেপরোয়া হলে গ্রেপ্তারের নিয়ম ইতিপূর্বে চালু হয়েছে সৈকতে।মদ্যপ ধরার আইনও আছে।তবে সমুদ্রতটে মদ্যপ চিহ্নত করার এই পদ্ধতি অভিনব।গত ৩-৪ বছরে দিঘা সৈকতের নজরদারি- নিরাপত্তার ওপর ব্যাপক জোর দিয়েছে প্রশাসন।বেড়েছে নুলিয়া-পুলিশের সংখ্যাও।তবুও থামানো যায়নি দুর্ঘটনা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নুলিয়াদের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত অর্থাৎ ৭২ দিনে তারা ৭৪ জন তলিয়ে যাওয়া পর্যটককে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে।বাঁচানো যায়নি চারজনকে।পুলিশের দাবি, উদ্ধার হওয়া ৭৪ জনের মধ্যে ৪৭ জনই মত্ত অবস্থায় স্নানে নেমে তলিয়ে গেছিলেন।গত ১১ নভেম্বরে তলিয়ে মারা গেছিলেন উত্তর চব্বিশ পরগণার বারাসতের ইন্দ্রনিল মজুমদার।পুলিশের দাবি, তিনিও মদ্যপ ছিলেন।স্বাভাবিকভাবে মদ্যপ অবস্থায় বেপরোয়া সমুদ্রস্নানের জন্যই যে দুর্ঘটনা বাড়ছে এ ব্যাপারে নিশ্চিত পুলিশ।তাই মদ্যপ ধরতে ব্রিদ অ্যানালাইজার অভিযানে নামার পরিকল্পনা তাদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘা থানার ওসি বাসুকি ব্যানার্জি বলেন, “মাতাল ধরার আইন আছে।ওই আইনেই ধরা হবে মদ্যপ পর্যটকদেরও।আমরা প্রচার করছি।মানুষকে সচেতন করছি।তবুও একাংশ পর্যটক মদ্যপ অবস্থায় বেপরোয়া সমুদ্রস্নানে মেতে উঠেছেন।তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতেই এমন পরিকল্পনা আমাদের।”শীতের শুরু হতেই সৈকতে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে।পরিস্থিতি বিবেচনা করেই তাই আগেভাগে পর্যটকদের ব্রিদ অ্যানালাইজার পরীক্ষা শুরু করে দিয়েছে পুলিশ।ভিড় বাড়ার আগেই প্রচার-অভিযানে নেমে পর্যটকদের সতর্ক করার চেষ্টা চালাচ্ছে তারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপশি এতদিন মদ্যপ পর্যটকদের ২৯০ধারায় গ্রেপ্তার করে জামিন দেওয়া হত থানা থেকে এবার তার সাথে সাথে পত্রপাঠ সপরিবার দিঘা ছাড়তে বাধ্য করবে পুলিশ