নিউজ ডেস্ক: আরও একটি সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য। বঙ্গ সরকারের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর জিও-হাইড্রোলজিক্যাল/জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ (WBPSC Recruitment 2020) করতে চলেছে। আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। আবেদনের শেষ তারিখ ২০২১ সালের ৫ জানুয়ারি। পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০২০।
কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, মোট শূন্য আসন ৭টি। ন্যূনতম ভূগোলে অনার্স-সহ স্নাতক (সেকেন্ড ক্লাস) হলেই আবেদন করা যাবে। এই নিয়োগ সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিন-
যোগ্যতা
এই পদে আবেদনের জন্য বাংলা লিখতে, পড়তে এবং বলতে জানা আবশ্যিক শর্ত। তবে যে সমস্ত প্রার্থীর মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা আবশ্যক শর্ত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ভূগোলে স্নাতক-সহ অনার্স (সেকেন্ড ক্লাস) অথবা জিওগ্রাফি বা অ্যাপ্লায়েড জিওগ্রাফিতে মাস্টার্স বা সমতুল ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে।
বয়স সীমা: ২০২০ সালের ১ জানুয়ারি অনুসারে প্রার্থীদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম
লেভেল-১১ অনুসারে ৩৩,৪০০ টাকা থেকে ৮৬,১০০ টাকা।
আবেদনের ফি
জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতরে জিও-হাইড্রোলজিক্যাল/জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের ক্ষেত্রে ফি ১৬০ টাকা। SC, ST এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনও ফি দিতে হবে না, তাঁদের জন্য সম্পূর্ণ বিনামূল্য।
আবেদনের পদ্ধতি
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে wbpsc.gov.in-এর মাধ্যমে। বিশদ তথ্য ও বিজ্ঞাপন ডাউনলোডের জন্য https://wbpsc.gov.in/Download?param1=Cur_20201207134104_AdvtNo_16_2020Geo_Hydrological_GeologicalAssistant.pdf¶m2=advertisement
গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ
WB PSC-র বিজ্ঞপ্তি নম্বর: ১৬/২০২০
নিয়োগকারী প্রতিষ্ঠান: জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দফতর, পশ্চিমবঙ্গ সরকার
পদ: জিও-হাইড্রোলজিক্যাল/জিওলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট
অনলাইনে আবেদন শুরু: ১৬ ডিসেম্বর, ২০২০
অনলাইন আবেদনের শেষ দিন: ৫ জানুয়ারি, ২০২১
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৫ জানুয়ারি, ২০২১
UBI ব্রাঞ্চের মাধ্যমে অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৬ জানুয়ারি, ২০২১
UBI ব্রাঞ্চের মাধ্যমে ফি পেমেন্টের চালান জেনারেট করার শেষ তারিখ: ৫ জানুয়ারি, ২০২১
তবে প্রাথমিকভাবে নিয়োগ হবে অস্থায়ী এবং ভবিষ্যতে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন প্রার্থী একবার মাত্র আবেদন করতে পারবেন। একবারের বেশি আবেদন করলে তাঁর আবেদনপত্র সম্পূর্ণ বাতিল হয়ে যাবে।