কুম্ভ ও মীন রাশির জাতক-জাতিকাদের জন্য নতুন বছর কী বার্তা বয়ে আনছে, জেনে নিন
নিউজ ডেস্ক: ভাবা হয়েছিল বিশ এবং বিশ মিলিয়ে বিষক্ষয় হবে। সুস্থতা, সম্পদ এবং সমৃদ্ধির বছর হবে ২০২০। যদিও হল ঠিক বিপরীত। ধ্বংস, মৃত্যু, কর্মনাশা এক বছর পেরিয়ে এল সারা বিশ্ব। বছরের শেষে যেটা হল তা’হল বিশে বিশে বিষময়। সেই ২০২০ পেরিয়ে এবার ২০২১। দেখে নেওয়া যাক এই নতুন বছরে কী কী হওয়ার ইঙ্গিত দিচ্ছেন জ্যোতিষীরা। এই পর্বে কুম্ভ ও মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী বছর!
কুম্ভ– সারা বছর নানা ধরণের পারিবারিক সমস্যার মুখোমুখি হতে পারেন। বছরের মাঝামাঝি ধর্মীয় অনুষ্ঠানে ব্যয় হবে কিছুটা। বছরের শুরুতে দাম্পত্য জীবনে মতভেদ দেখা দেবে, তবে শীঘ্র তার সমাধান হবে। কিন্তু বছরের মধ্যভাগে তৃতীয় ব্যক্তির আগমনের ফলে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে। স্বাস্থ্য ঠিক-ঠাক থাকবে। কোনও পুরনো রোগ চিন্তায় ফেলবে।
আয় বৃদ্ধি হবে। ব্যবসায় লাভের ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ব্যবসায় উন্নতি হবে। পুরনো কোনও লেন-দেনের ফলে অর্থ লাভ হবে, এর ফলে আর্থিক পরিস্থিতিও উন্নত হবে। এ বছর জমি ও শেয়ার বাজারে বিনিয়োগ এড়িয়ে চলুন। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।
নতুন ব্যবসার বিষয়ে ভাবনা-চিন্তা করে থাকলে, বছরের শুরুর দিকেই তা করতে পারেন। এ সময় কোনও পুরনো প্রোজেক্ট নতুন করে শুরুর জন্য অর্থের প্রয়োজনীয়তা দেখা দেবে। পরিবারের সদস্যদের থেকে সেইসময় আর্থিক সাহায্য পাবেন। সরকারি চাকরির ইচ্ছা পূরণ হওয়ার যোগ প্রবল। চাকরিজীবীদের জন্য জুন পর্যন্ত সময় ভালো।
মীন– নতুন বছরে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। জমিতে বিনিয়োগ করে থাকলে, এ বছর তার ফলে লাভ হবে। এ ছাড়া শেয়ার বাজারে লগ্নির ফলে লাভ পেতে পারেন। আর্থিক দিক দিয়ে বছরের প্রথমাংশ ঠিক-ঠাক থাকবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, তা হলেই অন্য কোনও পরিকল্পনায় অর্থ বিনিয়োগের ব্যাপারে চিন্তা-ভাবনা করতে পারবেন। এই রাশির জাতকরা এ বছর অবশ্যই লগ্নি করবেন। আকস্মিক ধন লাভ হতে পারে।
ব্যবসায়ীদের জন্য বছরটিতে খুব টানাপড়েন থাকবে। বছরের মাঝামাঝি কোনও নতুন প্রোজেক্ট পাওয়ায় কাজ এগোবে, তবে ধার শোধ করার জন্য অর্থেরও প্রয়োজন হবে। চাকরিজীবীরা দেশ-বিদেশের যাত্রা করবেন। পরিশ্রমের ফলে পদোন্নতির যোগ রয়েছে। নতুন চাকরির জন্য মে মাসের আগেই চেষ্টা করুন, তবেই সুফল পাবেন।
দাম্পত্য জীবনে মিষ্টতা বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনাও রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে একত্রে কোনও কাজ শুরুর কথা ভেবে থাকলে মে-র আগে বা অক্টোবরের পর, সেই কাজ শুরু করুন। বছরের মাঝামাঝিতে দুর্ঘটনার শিকার হতে পারেন, তাই গাড়ি সাবধানে চালান। পেটের সমস্যাও ভোগাতে পারে।
ছোট ভাই-বোনরা আপনার সহযোগিতা প্রত্যাশা করবেন। মা-বাবার সহযোগিতা লাভ করবেন। তবে তাঁদের স্বাস্থ্যের যত্ন নিন। বছরের শেষে কোথাও ঘুরতে যেতে পারেন।