Homeএখন খবরকেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে আগুন, সর্বস্ব পুড়ে ছাই

কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে আগুন, সর্বস্ব পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা: আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল এক গৃহস্থ বাড়ি ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার রষড়াতে।ঘটনায় জানা যায় রষড়ার অঞ্জন কুমার দাস নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল রাত্রি প্রায় আটটা নাগাদ আগুন লাগে ।বাড়ির পাশে প্রতিবেশীরা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন ।ছাদের উপরের দিকে আগুন লাগায় এলাকাবাসীরা জল দিয়ে আয়ত্তে আনার চেষ্টা করলে বিফল হন ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর খবর দেওয়া হয় খড়্গপুরের দমকল বিভাগে ও স্থানীয় পুলিশ প্রশাসনে । ঘন্টাখানেক পর দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।তবে এর মধ্যে ঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে ।অঞ্জন কুমার দাস বাবু জানান -আমরা বাড়ির মধ্যেই ছিলাম প্রতিবেশীরা আগুন বলে চিৎকার চেঁচামেচি করলে আমরা জানতে পারি ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছিনা ।তবে মনে হচ্ছে ছাদের ওপর দিয়ে আমাদের একটি বিদ্যুতের লাইন রয়েছে ।ওই বিদ্যুতের কারণে হতে পারে ।প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন ।পরে আগুন বেড়ে যাওয়ায় দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।”

অঞ্জন বাবুর ভাই এর স্ত্রী মিনু দাসের বক্তব্য -“আগুন সম্ভবত বিদ্যুতের কারণেই লগেছে ।আমরা সবাই বাড়ির ভেতরে ছিলাম ।প্রতিবেশীদের চিৎকার-চেঁচামেচিতে জানতে পারি ।বাড়ির সব কিছুই প্রায় পুড়ে গিয়েছে ।আমাদের বাড়ির ছেলে ছেলেমেয়েদের পড়াশোনার বইপত্র পুড়ে গিয়েছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অঞ্জন বাবুর এক ছেলে এবছর উচ্চমাধ্যমিকে পড়ছে ।তার বই খাতা ও সব পুড়ে গিয়েছে ।এখন কি করবো আমরা বুঝতে পারছিনা “।তবে এখন
সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অঞ্জন বাবু ও তার পরিবার ।

RELATED ARTICLES

Most Popular