Homeএখন খবরঅশান্তির বেলদা কলেজে শান্তি ফেরাতে অবস্থান অভিভাবকদের

অশান্তির বেলদা কলেজে শান্তি ফেরাতে অবস্থান অভিভাবকদের

নিজস্ব সংবাদদাতা: লাগাতার ছাত্র সংঘর্ষে পড়াশুনার পরিবেশ পুরোপুরি ধংস হওয়ার মুখে। পড়ুয়ারা কলেজে গেলে আতঙ্কে থাকেন অভিভাবকরা। ছেলে মেয়েরা না আহত হয়ে ফিরে আসে। এমনই অরাজক পরিবেশ কাজ করছে বেলদা কলেজে। পশ্চিম মেদিনীপুর জেলার অবস্থিত বেলদা কলেজে জেলার একমাত্র কলেজ যেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলেজের এই অশান্তির পরিবেশ দুর করে শান্তি ফেরানোর দাবিতে অবস্থান-বিক্ষোভ শুরু করলো অভিভাবক থেকে গ্রামবাসীরা। কলেজের অধ্যক্ষকে না পেয়ে অধ্যাপক শিক্ষকদের সামনেই অবস্থানে বসে তারা। অবস্থান চলাকালীন অধ্যক্ষর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিভাবকরা জানিয়েছেন অধ্যক্ষর অদক্ষতা ও অযোগ্যতাই কলেজের পরিবেশকে দিন দিন দূষিত করে চলেছে। তাঁরই মদতে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য ২০১১সালের পর থেকেই কলেজ জুড়ে কায়েম হয়েছিল তৃনমূল ছাত্রপরিষদ বা টিএমসিপি  এক তরফা কলেজ দখলের রাজনীতি। ছাত্র সংসদের পাশাপাশি কলেজের সমস্ত কিছুই নিয়ন্ত্রন করে এসেছিল তারা। অবস্থার পরিবর্তন ঘটে লোকসভা নির্বাচনের পর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্য জুড়ে বিজেপি ভাল ফল করায় টিএমসিপি বিরোধিতা থেকেই ছাত্রছাত্রীদের একটা বড় অংশ ঝুঁকে পড়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির দিকে।   এরপরই দুই ছাত্র সংগঠনের মধ্যে শুরু হয় কলেজে আধিপত্য রক্ষার লড়াই। গত কয়েকমাস ধরেই চলছে উত্তাপ , উত্তেজনা ও সংঘর্ষ। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাতিল করতে হয় নবীন বরন অনুষ্ঠান।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত সোমবারও সংঘর্ষে জড়িয়ে হাসপাতলে ভর্তি হতে হয়েছে একাধিক কলেজ পড়ুয়াকে। আর বারবার ছাত্র সংঘর্ষের জেরে কলেজে বসাতে হয়েছে পুলিশ পিকেট। এবার এরই প্রতিবাদে কলেজে অবস্থান শুরু করল অভিভাবকরা।মঙ্গলবার অভিভাবকরা হুঁশিয়ারি দিয়ে গেছেন  অবিলম্বে সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। 

RELATED ARTICLES

Most Popular