নিজস্ব সংবাদদাতা; কলকাতা : আগামী বছরের জুন মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে, জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।সম্প্রতী তার এই ঘোষণায় হাঁফ ছেড়ে বেঁচেছিল পরীক্ষার্থী ও অভিভাবকেরা।তবে সময়সূচী কি হবে তা নিয়ে উদ্বিগ্নতা লক্ষ্য করা গিয়েছিল।
এবারে মাধ্যমিকের আগেই আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 এর রুটিন প্রকাশিত হল।
বৃহস্পতিবার এই রুটিন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
করোনা মহামারি ও বিধানসভা নির্বাচন এই দুই কারণে পরীক্ষা পিছিয়ে গিয়েছে। আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালের উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। ৩০ জুন পর্যন্ত পরীক্ষা চলবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে।
তবে যে সমস্ত বিষয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তা ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে স্কুলগুলিকে নিয়ে নিতে বলা হয়েছে। এই বিষয়ে কেন্দ্রের ও রাজ্যের নির্দিষ্ট গাইডলাইন আছে। সেই সমস্ত গাইডলাইন মেনে স্কুলগুলিকে নিজেদের দায়িত্ব নিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয় নির্ধারণ করে তা শেষ করতে বলা হয়েছে। যথা সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা আয়োজন করে আগামী ২০ এপ্রিলের মধ্যে পড়ুয়াদের প্রাপ্ত নম্বর সংসদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে পরীক্ষা ঘিরে সমস্ত চিন্তা দুর হল পরীক্ষার্থীদের। এবার দেখে নেওয়া যাক কবে কোন পরীক্ষা রয়েছে-
15 /06/21 প্রথম ভাষা (1st language) 17/06/21 দ্বিতীয় ভাষা (2nd language) 18/06/21 Vocational Subjects 19/06/21 biological Science,Business Studies,Political Science
21/06/21 Mathematics, Psychology, Anthropology, Agronomy, History 22/06/21 Computer Science, Modern Computer Application, Environmental Studies, Music, Visual Arts, Health & Physical Education। 24/06/21 Philosophy, Sociology, Commercial Law & Preliminaries of Auditing
26/06/21 Physics, Nutrition, Education, Accountancy 28/06/21 Chemistry, Economics, Mass Communication & Journalism, Sanskrit, Arabic, French, Persian 30/06/21 Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management, Statistics