নিজস্ব সংবাদদাতা:ভুটান থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হল একটি প্যাঙোলিন। বিলুপ্তপ্রায় এই প্রানীকে শিলিগুড়ি মারফৎ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সুত্রে খবর পেয়ে বনদপ্তরের উত্তরবঙ স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত বুধবার রাতে নাগরাকাটা থেকে প্যাঙোলিন সহ পাঁচ ব্যাক্তিকে গ্রেপ্তার করে।জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা ভূটানের জঙ্গল থেকে ধরে।বাংলা দেশে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।দাম ঠিক হয়েছিল ৬ লক্ষ টাকা।
জানা গেছে ধৃতরা প্রত্যেকেই ভূটানের নাগরিক এবং এরা আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে যুক্ত। এই ধরনের একটি চক্র এলাকায় সক্রিয় জানার পর থেকেই বনদপ্তরের পক্ষ থেকে দক্ষিন দিনাজপুর সহ বিভিন্ন এলাকায় রেইকি করে আসার সাথে সাথে সোর্স তৈরি করে বনদপ্তর ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সোর্স মারফৎই বনদপ্তর খবর পায় যে নাগরাকাটা হয়ে নিয়ে যাওয়া হবে প্যাঙ্গোলিনটিকে। সেই মত নাগরাকাটায় পৌঁছে যান আধিকারিকরা। এরপরই তল্লাশি অভিযানে ভুটানের নম্বর যুক্ত একটি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই বিস্কুটের কার্টুনের মধ্যে রাখা প্যাঙ্গোলিনটিকে পাওয়া যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া লোকদের নাম বলতে চায় নি স্পেশাল টাস্ক ফোর্স। বিষয়টি ইতোমধ্যেই ভারতে অবস্থিত ভুটান দুতাবাসকে জানানো হয়েছে । বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ।