নিজস্ব সংবাদদাতা: দিনে দুপুরেই ঘরের মধ্যে ঢুকে গেল মালবাহী গাড়ি। বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে ১০নম্বর ওয়ার্ডের ঘোড়াধরা এলাকার ঘটনায় কোনও ক্রমে প্রানে বাঁচালেন মা ও তাঁর শিশুকন্যা।
ঘটনাস্থল ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে অনতিদুরেই যেখানে ঝাড়গ্রাম শহর লাগোয়া বেশ কিছু স্পঞ্জ আয়রন কারখানার লোহা আকরিক রেল পরিবহন মারফৎ আনা হয়। তারপর এখান থেকে লরি , ডাম্পার ইত্যাদি মারফৎ কারখানায় যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রচণ্ড মদ্যপ ওই গাড়ির চালক রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুযাত্রী সহ একটি টোটো কে ধাক্কা মারতে মারতে কোনো রকমে বাঁচিয়ে সোজা ঢুকে পড়ে রাস্তার পাশের বাড়িতে। ভেঙে পড়া বাড়ির গৃহবধূ প্রানে বেঁচে যাওয়া সুপর্ণা পান্ডে জানান,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” ঘটনার কয়েকমিনিট আগেই আমি এবং আমার তিনবছরের মেয়েকে নিয়ে বাড়ির সেই অংশেই ছিলাম যেখানে গাড়ি ঢুকে ঘর ভেঙে পড়েছে। সেই সময় মেয়েকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য রান্না ঘরে গেছিলাম। বিকট এক শব্দ শুনেই ভেতরে ঢুকে দেখতে পাই যে দেওয়াল ভেঙে গাড়ি ঢুকে পড়েছে। ভয়ে আমি মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার পরই ঝাড়গ্রাম পুলিশ এসে গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে আটক করে নিয়ে যায়। ভেঙে পড়া বাড়িটির ক্ষতিপূরনের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।